• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চেহারার আমূল পরিবর্তন ঘটালেন কোরিওগ্রাফার গনেশ আচার্য, ওজন কমিয়েছেন ৯৮ কেজি

Published on:

বলিউডের (Bollywood) তারকাদের নিয়েতো মাতামাতির শেষ নেই। কিন্তু বলিউডের তারকাদের যে নাচের স্টাইলে ফিদা জনগণ সেই কোরিওগ্রাফাররাও (Choreographer) কোনো অংশে কম নন সেলেব্রিটিদের থেকে। এমন একজন কোরিওগ্রাফার হলেন গনেশ আচার্য (Ganesh Acharya)। বিখ্যাত কোরিওগ্রাফার গনেশ আচার্য একজন কিংবদন্তি ড্যান্সারও বটে। জানেন কি বর্তমানে গনেশ আচার্য বি টাউনের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। বা বলতে গেলে কোরিওগ্রাফার গনেশ আচার্য এখন বলিউডের হট টপিকে পরিনত হয়েছেন।

আসলে গনেশ আচার্যকে কম বেশি সকলেই চেনেন। এমনকি এবিসিডি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে গনেশ আচার্যকে। সাথে তার দুর্দান্ত নাচও রয়েছে। কিন্তু সম্প্রতি দ্য কপিল শর্মা শোতে গনেশ আচার্যকে দেখে রীতিমন চমকে গিয়েছেন সকলে। গনেশ আচার্যের সেই বিশাল চেহারা আর নেই, যা দেখে অবাক হয়েছেন সকলেই। প্রায় সকলেই তার এই নতুন লুক নিয়ে আলোচনা করতে শুরু করে দেন।

আসলে গনেশ আচার্যের ওজন ছিল ২০০ কেজি। যা থেকে ৯৮ কেজি ওজন কমিয়ে ফেলেছেন গনেশ আচার্য। আর নিজের শরীরের এই ট্রান্সফরমেশন দিয়েই  তাকে লাগিয়ে দিয়েছেন তিনি। কপিল শর্মা এই নিয়ে মজার চলে বলেছেন, সাধারণত একজন ছোটখাট ব্যক্তির ওজন হয় ৪৮ কেজি। সেখানে গনেশ আচার্য তো দুজনকে গায়েব করে দিয়েছেন। অর্থাৎ ৯৮ কেজি ওজন কমানো মানে দু জন পূর্ন বয়স্ক লোকের সমান ওজন কমানো।

আসলে দীর্ঘ দিন ধরেই গনেশ নিজের শরীরচর্চা ও ফিটনেস নিয়ে বেশ যত্নশীল। আজ তারই ফলাফল আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। গনেশ আচার্যের একটি শরীরচর্চার ভিডিও আজকাল বেশ ভাইরাল হয়ে  পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে ঘাম ঝরিয়ে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে গণেশকে। ভিডিওতে অগণিত ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥