• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তালিকায় ঝড় তুলেই বিয়ের ট্র্যাক! এসে গেল ‘ফুলকি’র ফাটাফাটি প্রোমো ভিডিও

Published on:

Phulki marriage track new promo on air

মাত্র কদিন আগেই জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচার শুরু হয়েছে নতুন বাংলা সিরিয়াল ফুলকি’র (Phulki)। যদিও শুরু হওয়ার আগে থেকেই এই সিরিয়ালটি চলে এসেছে শিরোনামে। কারণ এই সিরিয়ালকে জায়গা দিতে আগেই জায়গা ছাড়তে হয়েছিল জি বাংলার জনপ্রিয় টপার সিরিয়াল ‘মিঠাই’ কে। সেইসাথে স্লট হারিয়েছে ভক্তিমূলক সিরিয়াল গৌরী এলো।

শুধু তাই নয় সন্ধ্যা সাড়ে সাতটার যে  স্লটে ফুলকি সম্প্রচারিত হচ্ছে সেই একই স্লটে, প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয় আরও একটি নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’। তবে নতুন সিরিয়াল হলেও একেবারে শুরুতেই ছক্কা হাকিয়ে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়ে সবাইকে চমকে দিয়েছে ফুলকি। যার ফলে শুরুতেই এই সিরিয়ালের দর্শকদের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে নায়িকা ফুলকি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki,রোহিত,Rohit,নতুন,New Promo,বিয়ে,Marriage

সেইসাথে নিত্যসঙ্গী ট্রোলিং তো আছে। শুরু হতেই কখনও মিঠাই রানীকে নকল করে কোমরে হাত দিয়ে দাঁড়ানো তো আবার কখনও নায়িকা ফুলকির ‘পায়রা বলে কি মানুষ নয়’! মন্তব্য নিয়েও কম ট্রোল হয়নি। তবে এই সিরিয়ালে শুরু থেকে যেভাবে সপেন্স তৈরী করা হয়েছে তা বেশ পছন্দ করছেন দর্শকরাও।

প্রসঙ্গত সব সিরিয়ালই বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্র্যাক। তাই বিয়ে দেখিয়েই যে কোনো সিরিয়ালে টি আর পি বাড়ানোর বিষয়টা নতুন কিছু নয়।এরইমধ্যে সদ্য প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের একটি নতুন প্রোমো। এই প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ের কনের সাজে সাজতে শুরু করেছে ফুলকি। কিন্তু বিয়ে নাম তাকে পাচার করার প্ল্যান করা হচ্ছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki,রোহিত,Rohit,নতুন,New Promo,বিয়ে,Marriage

একথা জানতে পেরেই কনের সাজেই টুকটুকে লাল বেনারসি পরে বিয়ের মণ্ডপ ছেড়ে অন্ধকার রাস্তায় ছুটতে শুরু করে ফুলকি। অন্যদিকে রোহিতকে জেঠুমণি জানিয়েছে ফুলকির বিরাট বিপদ। তাই ফুলকি কে বাঁচাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে রোহিত। অন্যদিকে গুন্ডারা ধরতে আসছে বুঝতে পেরে একটা গোডাউনে লুকিয়ে পড়ে ফুলকি।

হাঁপানি রোগী ফুলকি হাঁপাতে হাঁপাতে গোডাউনে এসে লুকিয়ে থাকলেও নিস্তার পে না সে। ততক্ষনে গুন্ডারাও তার পিছু ধাওয়া জোরে এসে পৌঁছেছে সেখানে। আর পিছন ফিরে তাদের দেখেই নাকি একেবারে  চমকে ওঠে  ফুলকি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥