• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় হাঁপানি রোগী হলেও বাস্তবে ট্যালেন্টেড! রইল বক্সার ফুলকির নামসহ আসল পরিচয়

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,ফুলকি,Phulki,দিব্যানি মন্ডল,Divyani Mondal,আসল পরিচয়,Real Identity,অজানা কথা,Unknown Fact,মডেলিং,Modeling

নতুনকে জায়গা দিতে বরাবরই জায়গা ছাড়তে হয় পুরনোকে। ইদানিং সেই ট্রেন্ডেই গা ভাসিয়েছে বাংলা সিরিয়ালগুলিও (Bengali Serial)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দর্শক দেখেছেন ‘মিঠাই’য়ের (Mithai) সেট ভেঙে ‘ফুলকি’র (Phulki) সেট তৈরি হওয়ার দৃশ্য। যা দেখে চোখে জল এসে গিয়েছিল অনেকেরই। তাই হাতে গোনা মাত্র কয়েকদিন। তারপরেই মিঠাই রানীর জায়গা নিচ্ছেন নতুন নায়িকা ফুলকি।

ধারাবাহিকে এই ফুলকি চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেত্রী দিব্যানি মন্ডল (Dibyani Mondal)। প্রসঙ্গত এখনকার বাংলা সিরিয়ালের জগতে নতুন সিরিয়াল তৈরির ট্রেন্ডের সাথেই  দেখা যাচ্ছে আরো একটি বিষয়। তা হল সিরিয়ালের কাস্টিং ডিরেক্টররা নায়ক নায়িকাদের চরিত্রেও একটু বেশি গুরুত্ব দিচ্ছেন নবাগত অভিনেতা অভিনেত্রীদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ফুলকি,Phulki,দিব্যানি মন্ডল,Divyani Mondal,আসল পরিচয়,Real Identity,অজানা কথা,Unknown Fact,মডেলিং,Modeling

ফুলকি সিরিয়ালের নায়িকা দিব্যানি তাদের মধ্যে অন্যতম। প্রসঙ্গত ফুলকিই দিব্যানির প্রথম বাংলা সিরিয়াল হলেও ইতিপূর্বে তিনি মডেলিংয়ের জগতে বেশ নামডাক করেছেন। তবে আদতে মুর্শিদাবাদের বাসিন্দা এই অভিনেত্রী মডেলিং এর পাশাপাশি ইতিমধ্যে অভিনয় করেছেন বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ফুলকি,Phulki,দিব্যানি মন্ডল,Divyani Mondal,আসল পরিচয়,Real Identity,অজানা কথা,Unknown Fact,মডেলিং,Modeling

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘেঁটে জানা গিয়েছে কলকাতার যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রী তিনি। এখন দেখার এই নতুন সিরিয়ালে নবাগত অভিনেত্রী দিব্যানি ফুলকি চরিত্রটিকে ঠিক কতটা  ফুটিয়ে তুলতে পারেন টিভির পর্দায়? সেই সাথে দেখার জি বাংলার একসময়ের ফাস্ট গার্ল মিঠাইকে সরিয়ে ঠিক কতটা ছাপ ফেলতে পারে দর্শকমহলে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ফুলকি,Phulki,দিব্যানি মন্ডল,Divyani Mondal,আসল পরিচয়,Real Identity,অজানা কথা,Unknown Fact,মডেলিং,Modeling

আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরে বন্ধ হয়ে যেতে চলেছে জি বাংলার অন্যতম সেরা মেগা সিরিয়াল মিঠাই। দীর্ঘ আড়াই বছরের সফর শেষে অবশেষে যবনিকা পড়তে চলেছে এই সিরিয়ালের। আগামী ৩১তারিখেই সম্পন্ন হবে মিঠাই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। আগামী মাসের ৪ জুন শেষবারের মতো টিভির পর্দায় সম্প্রচারিত হবে এই সিরিয়াল। সম্প্রতি মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু নিজেই এই খবর জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥