• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাধের লালনকে ডিভোর্স দিয়ে গর্ভবতী ফুলঝুরি, ‘ধূলোকনা’র নতুন প্রোমো আসতেই মাথায় হাত দর্শকদের

সিরিয়াল মানেই রোজকার বিনোদনের অঙ্গ। অবসরসময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন সকলেই। আসলে দিনের পর পছন্দের সিরিয়াল দেখা সিরিয়ালের পোকা দর্শকদের কাছে একপ্রকার রোজকারের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার  জলসার ‘ধূলোকণা’ (Dhulokona)।

শুরু থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লীনা গাঙ্গুলির এই সিরিয়াল । ধারাবাহিকে নায়িকা ফুলঝুরির (Phuljhuri) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মানালি দে (Manali Dey) আর নায়ক লালনের (Lalon) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রাশিষ রায় (Indrashish Roy)। এমনিতে লেখিকার বিরুদ্ধে দর্শকদের বরাবরের অভিযোগ তিনি তাঁর প্রায় প্রত্যেক সিরিয়ালের ‘পরকীয়া’ প্রমোট করেন। ব্যতিক্রম নয় ‘লালঝুরি’র ধূলোকণাও।

   

ধূলোকণা,Dhulokona,ফুলঝুরি,Phuljhuri,লালন,Lalon,তিতির,Titir,অঙ্কুর,Ankur,নতুন প্রোমো,New Promo,প্রেগন্যান্সি ট্র্যাক,Pregnancy Track

স্মৃতিশক্তি ফিরে আসার পরেও মানসিকভাবে অসুস্থ লালন এখন ফুলঝুরিকে ছেড়ে দিয়ে থাকছে তিতিরের (Titir)সাথে। তাই ফুলঝুরিও লালনকে  সম্পর্কের বাঁধন থেকে মুক্তি পুরোপুরি দিয়ে দিয়েছে। এরইমধ্যে সিরিয়ালে একের পর এক টুইস্ট নিয়ে হাজির লেখিকা। সদ্য দর্শকদের দাবি মেনেই সিরিয়ালে এন্ট্রি হয়েছে ফুলঝুরির ‘হতে পারতো বর’ অঙ্কুরের (Ankur)।

ধূলোকণা,Dhulokona,ফুলঝুরি,Phuljhuri,লালন,Lalon,তিতির,Titir,অঙ্কুর,Ankur,নতুন প্রোমো,New Promo,প্রেগন্যান্সি ট্র্যাক,Pregnancy Track

ধারাবাহিকে অঙ্কুরের এন্ট্রি  হতেই আনন্দে প্রায় লাফিয়ে উঠেছিলেন ফুলঝুরি ভক্তরা। সকলেই চাইছেন অঙ্কুরের সাথেই আবার বিয়ে হোক ফুলঝুরির। এরইমধ্যে সিরিয়ালে আরও বড়সড় এক চমক নিয়ে হাজির লেখিকা। আজই প্রকাশ্যে এসেছে ধূলোকণার নতুন এক ধামাকাদাড় প্রোমো (New Promo)। যা দেখে জানা যাচ্ছে জল্পনাকে সত্যি করে এবার ধূলোকনাতেও আসতে চলেছে মা হওয়ার ট্র্যাক (Pregnancy Track)।

প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে অসুস্থ ফুলঝুরিকে দেখার জন্য ডাক্তার এসেছে বাড়িতে। পাশে বসে দিদা বলছে না খেয়ে থাকার জন্যই সম্ভবত মাথা ঘুরে পরে গিয়েছে ফুলঝুরি। অন্যদিকে পাশেই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে অঙ্কুর। তবে ডাক্তার ফুলঝুরিকে দেখে জানিয়ে দেয় সে মা হতে চলেছে। এই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে ‘এই সুখবরই কি ফুলঝুরির জীবনে লালনকে তার কাছে নিয়ে আসবে’?

ধূলোকণা,Dhulokona,ফুলঝুরি,Phuljhuri,লালন,Lalon,তিতির,Titir,অঙ্কুর,Ankur,নতুন প্রোমো,New Promo,প্রেগন্যান্সি ট্র্যাক,Pregnancy Track

উত্তরে ভিডিওর  কমেন্ট সেকশনে দর্শকদের একটা বড় অংশই বলেছেন লালনকে যেন ফুলঝুরির জীবনে আবার ফিরিয়ে না আনা হয়। কারণ সকলেই চাইছেন ফুলঝুরি অঙ্কুরকে বিয়ে করে নিক ,অথবা নিজেই নিজের সন্তানকে মানুষ করুক। এছাড়া ইদানিং একের পর এক বাংলা সিরিয়ালে নায়িকাদের মা হওয়ার ট্রেন্ড দেখে এক নেটিজেনদের মন্ত্যব্য ‘প্রেগন্যান্সি মরশুম চলছে!’