• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘লড়াই শেষ…’ মায়ের পর আবারও কাছের মানুষকে হারালেন ‘ফুলঝুরি’ অভিনেত্রী মানালি

Published on:

Manali Manisha Dey lost Grand Father

বাংলা বিনোদন জগতে আচমকাই নেমে এলো দুঃসংবাদ (Bad News)। বাংলা সিরিয়াল প্রেমিদের কাছে অত্যন্ত জনপ্রিয় ফুলঝুরি (Phuljhuri) অভিনেত্রী মানালি মনীষা দে (Manali Manisha Dey)। সম্প্রতি তাঁর জীবনে ঘটে গিয়েছে এক বিরাট অঘটন। প্রিয়জনকে হারিয়ে এখন রীতিমতো শোকাহত অভিনেত্রী।

জানা গিয়েছে সদ্য প্রয়াত হয়েছেন অভিনেত্রীর দাদু। গতকাল প্রিয় দাদুর সাথে সোশ্যাল মিডিয়ার একটি ছবি শেয়ার করে নিয়ে এই খারাপ খবর দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। প্রসঙ্গত আমাদের প্রত্যেকের কাছেই দাদু মানে ভীষণ আদরের এক জায়গা। যাঁর কোলে মাথা রেখে নিশ্চিন্তে ডুব দেওয়া যায় ছোটবেলার পুরনো দিনগুলিতে।

Manali Dey once got slapped in Macha Show actress revealed in a talk show

অভিনেত্রী মানালির কাছেও যে তার ব্যতিক্রম ছিল না তা বলাই বাহুল্য। তাই প্রিয় দাদুকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন অভিনেত্রী। তবে কিভাবে এমন অঘটন ঘটল তা জানা যায়নি এখনও। অভিনেত্রী এখনও  পর্যন্ত দাদুর মৃত্যুর কারণ জানাননি। তবে রবিবার রাত বারোটার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে ছিলেন মানালি।

সেখানে দেখা যাচ্ছে দাদুর পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন পর্দার ফুলঝুরি অভিনেত্রী মানালি। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী  লিখেছেন ‘লড়াই শেষ। ভালো থেকো দাদু আমার মা আর দিদার সাথে’। এদিন সোশ্যাল মিডিয়ায় মানালির করা সেই পোস্টে অনুরাগীদের পাশাপাশি শোক বার্তা জানিয়েছেন অভিনেত্রী ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরাও।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,ফুলঝুরি,মানালি মনীষা দে,Manali Manisha Dey,দাদু,Grand Father,মৃত্যু,Demise,Phuljhuri

সকলের কমেন্টেই যেন অবিশ্বাসের ছায়া। কেউ বিশ্বাস করতে পারছেন না এমন একটা অঘটন ঘটে গিয়েছে অভিনেত্রীর জীবনে।বিস্ময় প্রকাশ করে সকলেই জানতে চেয়েছেন কিভাবে ঘটল এই অঘটন। আবার কেউ অভিনেত্রীকে মন শক্ত করার পরামর্শ দিয়েছেন। তবে এখনও পর্যন্ত কাওকে কোন উত্তর দেননি মানালি।

প্রসঙ্গত কয়েক বছর আগেই নিজের মাকে হারিয়েছিলেন অভিনেত্রী। তারপরেই নিজের স্বর্গীয় মায়ের নাম নিজের নামের সাথে জুড়ে নেন পর্দার ফুলঝুরি অভিনেত্রী। সেই থেকেই তার নাম হয়ে যায় মানালি মনীষা দে।  মায়ের মৃত্যুর পর দাদু, বাবা এবং স্বামী অভিমন্যু মুখোপাধ্যায়ের সাথে বেশ সুখে শান্তিতে সংসার করছিলেন অভিনেত্রী। আর সদ্য দাদুর প্রয়াণে ফের একবার স্বজনহারা হলেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥