• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ফির হেরাফেরি’র সেই ছোট্ট মেয়েটাই আজ হটবম্ব! রইল তাঁর এখনকার ছবি

Published on:

বলিউড,Bollywood,অ্যাঞ্জেলিনা ইদনানি,Angelina Idnani,শিশু শিল্পী,Child Artist,তারা রাম পাম,Ta Ra Rum Pum,ফির হেরা ফেরি,Phir Hera Pheri,এখনকার লুক,Recent Look

বলিউডে (Bollywood) তথা  হিন্দি সিনেমার ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমা হল ‘হেরা ফেরি’ এবং ‘ফির হেরা ফেরি’। দর্শকমহলে এই সিনেমা দুটির ক্রেজ  এতটাই বেশি যে এখন আবার ‘হেরাফেরি ৩’ বানানোরও চিন্তাভাবনা করছেন নির্মাতারা। সিনেমাপ্রেমীদের কাছে এই সিনেমার জনপ্রিয়তা নিয়ে তাই নতুন করে আর কিছুই বলার প্রয়োজন হয় না।

এখনও সোশ্যাল মিডিয়া খুললেই এই সিনেমাটির বিভিন্ন দৃশ্য মজার মীম আকারে শেয়ার করতে দেখা যায়।  প্রসঙ্গত দর্শকদের নিশ্চয়ই মনে আছে এই সিনেমাটিতে একজন শিশু শিল্পীকে দেখা গিয়েছিল। ভীষণ মিষ্টি সেই বাচ্চা মেয়েটিকে বাবু ভাইয়ার কাছে কলা চাইতে দেখা গিয়েছিল।

বলিউড,Bollywood,অ্যাঞ্জেলিনা ইদনানি,Angelina Idnani,শিশু শিল্পী,Child Artist,তারা রাম পাম,Ta Ra Rum Pum,ফির হেরা ফেরি,Phir Hera Pheri,এখনকার লুক,Recent Look

প্রসঙ্গত এই সিনেমা থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন শিশু শিল্পী অ্যাঞ্জেলিনা ইদনানি (Angelina Idnani)। ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’তেই প্রথম দেখা গিয়েছিল তাঁকে। এর পরের বছরেই অর্থাৎ ২০০৭ সালে রানী মুখার্জি এবং সাইফ আলী খানের জনপ্রিয় সিনেমা ‘তারা রাম পাম’এও বাচ্চা মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

জনপ্রিয় সেই শিশু শিল্পী অ্যাঞ্জেলিনা ইদনানিকে বর্তমানে এক নজরে দেখে কিন্তু চিনতে পারবে না কেউই।  বর্তমানে এই শিশু শিল্পীই এখন  প্রায় ২৬ বছরের যুবতী। জানা যায় ১৯৯৭ সালের অক্টোবর মাসে জন্মগ্রহণ করেছিলেন অ্যাঞ্জেলিনা।

বলিউড,Bollywood,অ্যাঞ্জেলিনা ইদনানি,Angelina Idnani,শিশু শিল্পী,Child Artist,তারা রাম পাম,Ta Ra Rum Pum,ফির হেরা ফেরি,Phir Hera Pheri,এখনকার লুক,Recent Look

খুব অল্প বয়সেই অর্থাৎ খুব ছোট থেকে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। ফির হেরা ফেরিতে শিশু শিল্পী অ্যাঞ্জেলিনার  অভিনয় দারুন প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। তবে বহুদিন পর সম্প্রতি আবার প্রকাশ্যে এসেছেন তিনি। তবে বড় হয়ে এখনও পর্যন্ত কোনো সিনেমায় তাঁকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু দারুন সক্রিয় এই অভিনেত্রী।

বলিউড,Bollywood,অ্যাঞ্জেলিনা ইদনানি,Angelina Idnani,শিশু শিল্পী,Child Artist,তারা রাম পাম,Ta Ra Rum Pum,ফির হেরা ফেরি,Phir Hera Pheri,এখনকার লুক,Recent Look

সোশ্যাল মিডিয়ায় তিনি যেসব ছবি আপলোড করে থাকেন তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তিনি ভারতীয় এবং পাশ্চাত্য উভয় ধরনের পোশাকেই দারুণ সাবলীল। বরাবরই নিজের শর্তে জীবনটাকে উপভোগ করতে ভালোবাসেন অ্যাঞ্জেলিনা। আর সোশ্যাল মিডিয়ায় তিনি কোন ছবি শেয়ার করা মাত্রই তা ভাইরাল হতে সময় লাগে না এক মুহূর্তও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥