সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে রোজ হাজারো ভিডিও ভাইরাল (Viral) হয়ে পরে। যার মধ্যে গোটা পৃথিবীর অনেক ঘটনা দেখতে পাওয়া যায়। কখনো হাসি মজার তো কখনো ভয়ঙ্কর তো কখনো আবার মন ছুঁয়ে যাবার মত কিছু দেখা যায় এই ভাইরাল ভিডিওর মাধ্যমে। তাছাড়া ছোট থেকে বড় সবাই আজকাল সোশ্যাল মিডিয়াতে একপ্রকার আসক্ত হয়ে পড়েছেন। দিনের বেশ কিছুটা সময় মোবাইলে ফেসবুক বা ইন্সটা ঘাঁটতে যাবেই যাবে!
ভাইরাল ভিডিওতে শুধুই যে মানুষের দেখা মেলে তা কিন্তু একেবারেই না। কারণ বহুবার ভাইরাল হওয়া ভিডিওতে নানা পশুপাখির কান্ডকারখানা দেখা গিয়েছে। কখনো দুই বন্য পশুর মধ্যে বন্ধুত্ব তো বিষধর সাপের সাথে অন্যান্য প্রাণীদের লড়াইয়ের ভিডিও নজর কাড়ে মাঝে মধ্যেই। সম্প্রতি আবারও একই পশুদের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। তবে এই ভিডিওটি মন ছুঁয়ে যাবে আপনারও।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে নদীতে পরে একপ্রকার ভেসে যেতে যেতে ডুবতে বসেছিল একটি হরিণ শাবক (deer cub)। তবে তাকে ভেসে যাওয়ার থেকে আটকেছে এক পোষ্য কুকুর। হরিণ শাবকটিকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিয়েছে পোষ্য কুকুরটি (Pet Dog) । এরপর মুখে করেই হরিণ শাবকটিকে পারে নিয়ে ইচ্ছে সে।
ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে হরিণ শাবকটিকে বাঁচানোর যে অন্য জলে ঝাঁপ দিয়েছে কুকুরটি। মুখে করে হরিণ শাবকটিকে আনার সময় কান্নার মত চিৎকার করছে সে। এরপর তাঁকে ডাঙায় তুলে আনতে পোষ্যের মালিক তাকে হাতে করে তুলে ধরেছেন আর বাহবা দিয়েছেন পোষ্য কুকুরকে। এই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে শেয়ার করেছেন তিনি।
View this post on Instagram
যে ভিডিওটি বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ভিডিও দেখে নেটিজেনরা লক্ষাধিক লাইক দিয়েছেন। পাশাপাশি কুকুরটিরও প্রশংসা করেছেন। নেটিজেনদের অনেকেই বলেছেন, মানুষের সবচাইতে বিশ্বাসী বন্ধু, যারা মানুষের থেকেও ভালো। তবে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি যে সবারই মন ছুঁয়ে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।