• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে এক সময় ঝড় তুলেছিলেন এই ১০ তারকা, আজ মানুষ ভুলে গিয়েছে তাদের

রাতারাতি তারকা হওয়ার স্বপ্ন আমরা সকলেই দেখি। সোশ্যাল মিডিয়ার যুগে এর অজস্র উদাহরণও আমাদের সামনে রয়েছে। বলিউডেও এমন একঝাঁক সেলিব্রিটি রয়েছে যারা খুব দ্রুত সাফল্য পেলেও দ্রুতই মানুষের মনের অন্তরালে চলে গিয়েছেন। আজ তাদের ভুলতেই বসেছে মানুষ।

রিমি সেন

অভিনেত্রী রিমি সেন, যিনি ২০০০ এর দশকে একটি জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন, ২০০৩ সালে বলিউডে তার অভিষেক হয় “হাঙ্গামা” ছবি দিয়ে। এরপর তাকে “ধুম” (২০০৪) এবং “গরম মশালা”র(২০০৫) মত বেশ কয়েকটি সফল ছবিতে দেখা গিয়েছিল। কিন্তু নিজের পরিচয় তৈরি করতে ব্যর্থ হওয়ায় আজ তাকে মানুষ ভুলতে বসেছে।

কোয়ানা মিত্র

মডেলিং দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন কোয়ানা মিত্র। ‘রোড’ চলচ্চিতত্রে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। ঢোল, ব্ল্যাকমেইল, মুসাফির, এক খিলাড়ি এক হাসিনা সহ একাধিক ছবিতে অভিনয় করলেও নিজস্ব পরিচয় তৈরি করে জনপ্রিয়তা পেতে ব্যর্থ হয়েছেন এই অভিনেত্রী।

কিম শর্মা

কিম শর্মা আদিত্য চোপড়ার ছবি ‘মহব্বতে’ ছবিতে একটি প্রাণচ্ছল কিশোরীর চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি তার প্রথম ছবিটি দিয়েই জনগণের নজরে এসেছিলেন। তবে এই চলচ্চিত্রটি বাদে তিনি আর কোথাও নিজের প্রতিভা দেখাতে পারেননি। ২০১০ সালে, তিনি একটি তেলেগু ছবিতে করেন তারপর থেকেই তিনি চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন।

প্রীতি ঝাঙিয়ানি

প্রীতি ঝাঙিয়ানির তার ক্যারিয়ারের শুরুতেই বেছে নিয়েছিলেন মোহাব্বতের মত ছবি। কিন্তু কিম শর্মার মত তার পথচলাও থমকে গিয়েছিল। বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করলেও বিন্দুমাত্র জনপ্রিয়তা পাননি প্রীতি।

তনুশ্রী দত্ত

তনুশ্রী ‘আশিক বানায়া আপনে’ ছবিতে ইমরান হাশমীর সাথে কাজ করেছিলেন। তাঁর প্রথম ছবিতে তিনি সাহসী দৃশ্যে নিজেকে মেলে ধরেছিলেন। কিন্তু এরপর আর তিনি নিজের কেরিয়ারে বিশেষ উন্নতি করতে পারেননি।

অমৃতা অরোরা

মালাইকা অরোরার বোন অমৃতা অরোরা ফারদিন খানের সাথে অভিনয় করে তার কেরিয়ার শুরু করেছিলেন। এর পরে, তিনি আওরা পাগল দিওয়ানা, জমিন সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও আজ তিনি পর্দানসীন।

সেলিনা জেটলি

সাবেক সৌন্দর্য রাণী এবং মডেল হিসেবে তাকে ২০০১ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব দ্বারা সম্মানিত করা হয়। ২০০৩ সালের থ্রিলার চলচ্চিত্র জানশীন দিয়ে তিনি বলিউডে অভিষেক করেন। এছাড়াও পরবর্তীকালে তার অভিনীত চলচ্চিত্র সিলসিলায়ে (২০০৫), নো এন্ট্রি (২০০৫), টম, ডিক, এন্ড হ্যারি (২০০৬) এবং গোলমাল রিটার্ন (২০০৮) ছবিতেও দাপিয়ে অভিনয় করেন তিনি। কিন্তু পিটার হাগকে বিয়ে করার পর তিনি বিনোদন জগত ছেড়ে যান।

আয়েশা টাকিয়া

ছোট থেকেই সিনেমা জগতের সাথে যুক্ত আয়েশা টাকিয়া। তার প্রথম ছবি টারজান: দ্যা ওয়ান্ডার কার ছবির জন্য তিনি ফিল্মফেয়ার বেষ্ট ডেব্যুট এ্যাওয়ার্ড ২০০৪ পান। তার সবচেয়ে জনপ্রিয় ব্যাবসাসফল ছবির মধ্যে অন্যতম ২০০৯ সালের ওয়ান্টেড । কিন্তু এরপর আর বলিউডে নিজের জায়গা ধরে রাখতে পারেননি অভিনেত্রী।

এশা দেওয়াল

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে এশা দেওল উচ্চ আশা নিয়ে বলিউডে পা রেখেছিলেন। তার প্রথম ছবি কোয়ি মেরে দিলসে পুছে ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি। আজ আর তাকে বলিউডে দেখা যায়না।

মহিমা চৌধুরী

মাহিমা একটি গ্রাম্য মেয়ে হিসেবে ১৯৯৭ সালের চলচ্চিত্র “পারদেশ” অভিনয়ের মাধ্যমে তার অভিনয় শুরু করেন। তার অন্যান্য চরিত্রে মধ্যে “দাগ: দ্যা ফায়ার” চলচ্চিত্রটিতে একজন পতিতার চরিত্রে অভিনয় করেন। সালমান শাহরুখদের মত অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করলেও বিশেষ পরিচিতি পাননি তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥