• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তৃতীয় লিঙ্গের গল্প শুনতে চাইছে না মানুষ! বন্ধ হয়ে যাচ্ছে ‘জি বাংলা’র সিরিয়াল ‘ফিরকি’

Updated on:

phirki

তৃতীয় লিঙ্গের (Third gender) গল্প নিয়ে শুরু হয়েছিল জি বাংলার (Zee Bangla) সিরিয়াল ফিরকি (Phirki)। চলতি বছরের ৩রা ফেব্রুয়ারি শুরু হয়েছিল ফিরকি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই মন খারাপ টিম ‘ফিরকি’র। বন্ধ হয়ে যেতে বসেছে ফিরকি।

সূত্রের খবর, হঠাৎই ১৮ই ডিসেম্বর সিরিয়ালের তারকাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে ধারাবাহিকের শ্যুটিং শেষ হবে ২৪শে ডিসেম্বর। ২রা ডিসেম্বর শেষ পর্ব দেখা যাবে ধারাবাহিকের। আসল কারণ হল টিআরপি রেটিং-এ ক্রমেই পিছিয়ে পড়ছে ফিরকি।

কেন হঠাৎ এই সিদ্ধান্ত? খোঁজ নিয়ে জানা গেছে, শুরুতে টিআরপিতে ছিল ‘ফিরকি’। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষদের অভিনয় আর দেখতে চাইছে না দর্শক। তাই টিআরপির একদম তলানীতে এসেছে এটি। বাধ্য হয়ে সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

‘ফিরকি’ ধারাবাহিক যে দুই চরিত্রকে নিয়ে শুরু তাদেরই এক জন ‘লক্ষ্মী’। ফিরকির মা। ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কথা উঠতেই আফসোস ঝরে পড়ল সেই ‘লক্ষ্মী’ ওরফে আর্যার গলায়, ‘‘তৃতীয় লিঙ্গের উন্নতি নাকি নিতে পারছেন না কেউ। এই সিরিয়ালের জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘মিঠাই’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥