বলিউডের অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে সর্বদাই মুখিয়ে থাকে মানুষ। সেই নব্বই দশক থেকে আজ অবধিও তার জনপ্রিয়তায় বিন্দু মাত্র ভাটা পড়েনি, সেই কাজলই (Kajol) এবার পড়লেন নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে৷
দেশের অবস্থা ভালো নয়। করোনার প্রথম প্রকোপ কাটিয়ে উঠতেনা উঠতেই ফের দ্বিতীয় ঢেউয়ে ধুঁকছে ভারতবর্ষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই দুর্দিনে না খেতে পেয়েও মরছেন অসংখ্য মানুষ আর ঠিক তখনই একটি ভিডিও শেয়ার করে বিপাকে পড়লেন অভিনেত্রী কাজল।
সোমবার নিজের ইন্সটা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী, যেখানে দেখা যাচ্ছে আপেল কে শূণ্যে ভাসিয়ে ছুরি দিয়ে কেটে দু আধখানা করে মাটিতে ফেলছেন কাজল। এই ভিডিও পোস্ট করতেই ক্ষেপে যায় নেটিজেনদের একাংশ। অভিনেত্রীকে খাবার নষ্ট না করার পাঠ দেন তারা।
বলেন, দেশের একাধিক মানুষ খেতে না পেয়ে মারা যাচ্ছেন, আর আপনি খাবার নষ্ট করে তার ভিডিও শেয়ার করছেন? দেশের এহেন সঙ্কটময় পরিস্থিতিতে কাজলের এই ‘বালখিল্যতা’ মোটেই ভালো চোখে দেখেননি নেটিজেনদের একাংশ।’ ফ্রুট নিনজা’ করতে গিয়ে কড়া সমালোচনার মুখে পড়েও যদিও চুপই রয়েছেন কাজল।
View this post on Instagram