• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP বাড়াতে পিলুতে আসছে নতুন চরিত্র!এবার রাঞ্ঝাকে জ্বালাবে পর্দার পায়েল সেন

Published on:

পিলু,Pilu,রঞ্ঝা,Ranjha,মল্লার,Mollar,মানসি সেনগুপ্ত,Manosi Sengupta,কি করে বলবো তোমায়,Ki kore bolbo tomai,পায়েল সেন,Payel Sen,নতুন চরিত্র,New Charector

জি বাংলার সিরিয়াল প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘পিলু’ (Pilu)। শুরুর দিকে এই সিরিয়ালটি ছিল আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা। গান আর সঙ্গীত চর্চাই ছিল এই ধারাবাহিকের মূল বিষয়।  কিন্তু দিনে দিনে বদলে যেতে শুরু করেছে সিরিয়ালের গল্প। এখন মূল বিষয় থেকে বেরিয়ে এই ধারাবাহিকের গল্পের মোড় ঘুরে গিয়েছে অন্যদিকে।

এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক যারা তারা সকালেই জানেন কিছুদিন আগেই পরিবর্তন হয়েছে সিরিয়ালের সময়। এখন এই সিরিয়ালের মূল প্রতিপক্ষ হল স্টার জলসার ‘গোধুলি আলাপ’ সিরিয়ালের নোলক অরিন্দম জুটি। কিছুদিনের মধ্যেই অবশ্য সেই জায়গা নিতে চলেছে নতুন ধারাবাহিক ‘নবাব নন্দিনী’। তাই এ কথা ভেবেই আগে থেকে আঁটঘাট বাঁধছেন এই সিরিয়ালের নির্মাতারা।

পিলু,Pilu,রঞ্ঝা,Ranjha,মল্লার,Mollar,মানসি সেনগুপ্ত,Manosi Sengupta,কি করে বলবো তোমায়,Ki kore bolbo tomai,পায়েল সেন,Payel Sen,নতুন চরিত্র,New Charector

তাই এবার পিলুতে এক নতুন চরিত্র আনতে চলেছেন সিরিয়ালের নির্মাতারা। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছিল একটা খবরে। সেটা হল পিলুতে এবার মল্লারের (Mollar) প্রথম স্ত্রী হয়ে আসতে চলেছে একটি নতুন চরিত্র (New Charector)। জানা আছে এই চরিত্রে অভিনয় করবেন মানসি সেনগুপ্ত (Manosi Sengupta)। যিনি ‘কি করে বলবো তোমায়’ (Ki kore bolbo tomai) সিরিয়ালে পায়েল সেনের (Payel Sen) চরিত্রে অভিনয় করেছিলেন।

পিলু,Pilu,রঞ্ঝা,Ranjha,মল্লার,Mollar,মানসি সেনগুপ্ত,Manosi Sengupta,কি করে বলবো তোমায়,Ki kore bolbo tomai,পায়েল সেন,Payel Sen,নতুন চরিত্র,New Charector

এই সিরিয়ালে মানসি অভিনীত পায়েল সেনের চরিত্রটি ছিল আদ্যোপান্ত একটি নেগেটিভ চরিত্র। শুরু থেকেই এই চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেই মানসির হাতে এসেছিল হিন্দি সিরিয়ালে অভিনয়ের সুযোগ সেই সিরিয়াল শেষ হতে মানসি আবার তল্পিতল্পা গুটিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন।

পিলু,Pilu,রঞ্ঝা,Ranjha,মল্লার,Mollar,মানসি সেনগুপ্ত,Manosi Sengupta,কি করে বলবো তোমায়,Ki kore bolbo tomai,পায়েল সেন,Payel Sen,নতুন চরিত্র,New Charector

মনে করা হচ্ছে আগামী দিনে পিলুতে দেখা যাবে মানসিই মল্লারের প্রথম স্ত্রী হয়ে এসে সে তার কাছে স্ত্রীর অধিকার দাবি করবে।  তখন তার পথে বাধা হয়ে দাঁড়াবে রঞ্ঝা (Ranjha)। আর তাকে সাহায্য করতে এগিয়ে আসবে পিলু আর আহির। সম্ভবত এই নিয়েই  এগোতে থাকবে সিরিয়ালের গল্প। এখন দেখার বিষয় আগামী দিনে কি হয় এই সিরিয়ালে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥