• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার ভিলেন বাস্তবে অলস, মা আর বরকে দিয়ে সব কাজ করায় মানসী,’পঙ্গু’ বলেও কটাক্ষ নেটিজেনদের

Published on:

মানসি সেনগুপ্ত,Manosi Sengupta,কি করে বলবো তোমায়,Ki kore bolbo tomai,পায়েল সেন,Payel Sen,পিলু,Pilu,বিন্দি,Bindi,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মানসি সেনগুপ্ত (Manosi Sengupta)। ‘কি করে বলবো তোমায়’ (Ki kore bolbo tomai) সিরিয়ালে পায়েল সেনের (Payel Sen) চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এই সিরিয়ালে মানসি অভিনীত পায়েল সেনের চরিত্রটি ছিল আদ্যোপান্ত একটি নেগেটিভ চরিত্র।

শুরু থেকেই এই চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেই মানসির হাতে এসেছিল হিন্দি সিরিয়ালে অভিনয়ের সুযোগ সেই সিরিয়াল শেষ হতেই মানসি আবার ফিরে আসেন বাংলা সিরিয়ালেই। কিছুদিন আগেই জি বাংলার ‘পিলু’ সিরিয়ালে ধামাকাদার এন্ট্রি হয়েছিল মানসীর।

মানসি সেনগুপ্ত,Manosi Sengupta,কি করে বলবো তোমায়,Ki kore bolbo tomai,পায়েল সেন,Payel Sen,পিলু,Pilu,বিন্দি,Bindi,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee

এই সিরিয়ালেও বিন্দি নামের একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিছুদিন আগেই ধারাবাহিকে শেষ হয়ে গিয়েছে তার চরিত্রের মেয়াদ। এরইমধ্যে সম্প্রতি বাংলার সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে নিজের মা মায়া সেনগুপ্তের এসেছিলেন অভিনেত্রী। এই শোতে এসে এদিন সকলের সামনেই মানসীর হাটে  হাঁড়ি ভেঙে দেন তাঁর মা। আজই গতকালের এই এপিসোডের একটি ছোট্ট ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ার পাতায় জি বাংলার তরফে শেয়ার করে নেওয়া হয়েছে।

মানসি সেনগুপ্ত,Manosi Sengupta,কি করে বলবো তোমায়,Ki kore bolbo tomai,পায়েল সেন,Payel Sen,পিলু,Pilu,বিন্দি,Bindi,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সঞ্চালিকা রচনা অভিনেত্রীর মায়ের কাছে জানতে চাইছেন তার মেয়ে এত দুষ্টু চরিত্রে অভিনয় করেন তার কেমন লাগে? উত্তরে অভিনেত্রীর মা সবার সামনে জানান ‘পাড়ায় বেরোনো যায় না’।  অভিনেত্রীর মায়ের মুখে একথা শুনে দমফাটা হাসিতে ফেটে পড়েন মঞ্চে উপস্থিত রচনার বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সমস্ত প্রতিযোগীরা। এর পরেই একের পর এক অভিযোগে ঝুলি, খুলে হাজির হন অভিনেত্রীর মা।

মানসি সেনগুপ্ত,Manosi Sengupta,কি করে বলবো তোমায়,Ki kore bolbo tomai,পায়েল সেন,Payel Sen,পিলু,Pilu,বিন্দি,Bindi,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee

প্রথমে তিনি জানান তার মেয়ে প্রচন্ড জেদি। ছোট থেকেই নাকি তিনি এমন। বসে বসে খাওয়ারের লিস্ট বানিয়ে নিজের মাকে অর্ডার করেন। আর অভিনেত্রীর মা তা বানান আর তিনি বসে বসে শুধু খান। একথা শুনে রচনা ব্যানার্জীর আরো প্রশ্ন করেন, মানসী শ্বশুর বাড়ি গিয়ে কি করে? উত্তরের তার মা জানান শ্বশুর বাড়ি গিয়ে বরকে এইভাবে তিনি জ্বালান। আর তার বর তার হয়ে সমস্ত রান্না করা থেকে শুরু করে খাবার বেড়ে দেওয়া এমনকি বাসন মেজে দেওয়ার কাজটাও করে দেন।

মানসি সেনগুপ্ত,Manosi Sengupta,কি করে বলবো তোমায়,Ki kore bolbo tomai,পায়েল সেন,Payel Sen,পিলু,Pilu,বিন্দি,Bindi,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee

 

এ কথা শুনে বাস থেকে আরেক অভিনেতা সৌর সৌরভ চক্রবর্তী টোন কেটে বলে ওঠেন  বাসন তো তিনি একেবারেই মাজতে পারেন না। তাই এটুকু তো করে দিতেই হবে।  তখন রচনা ব্যানার্জি মানসী কে প্রশ্ন করেন তাহলে তিনি কি করেন উত্তরে হাসিমুখেই মানসী জানান তিনি ‘অভিনয় করেন’। এই ভিডিওর কমেন্ট সেকশনে নেটিজেনরা মানসিকের ‘ন্যাকা’ বলে কটাক্ষ করেছেন। শুধুমাত্র অভিনেত্রী হওয়ায় বাড়ির কাজ কোন কাজ না করার এই বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখেননি নেটিজেনরা। একজন সরাসরি অভিনেত্রীকে কটাক্ষ করে লিখেছেন ‘আপনি মনে হয় পঙ্গু। কাজ না পারার মধ্যে কি কৃতিত্ব আছে জানিনা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥