• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যত দিন যাচ্ছে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে গ্ল্যামার! স্বল্প পোশাকে ফের ভাইরাল পায়েলের ছবি

করোনাকালীন একঘেয়ে জীবনে এবার যেন খানিক বসন্ত এনে দিলেন টলিউডের ডিভা পায়েল সরকার। হঠাৎই দমকা হাওয়ার মতো দর্শকদের সব ওলট-পালট করে দিল পায়েলের হট অবতার। যত দিন যাচ্ছে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে অভিনেত্রীর গ্ল্যামার। সম্প্রতি চোখ ধাঁধানো লুকে আরও আবেদনময়ী ভঙ্গিমায় পায়েল নিজেকে মেলে ধরেছেন ইন্সটা’তে।

হলুদ ভাইব্রেন্ট একটি গাউনে নিজেকে সাজিয়েছেন পায়েল, গাউনের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে গভীর ক্লিভেজ। এই ছবিতে যদিও উঠে এসেছে বিতর্কিত মন্তব্য। এই ছবির জন্য পায়েলকে বডি শেমিং-এর ও শিকার হতে হয়েছে। নেটিজেনদের একাংশ পায়েলের এই সাহসী ছবি ভালো ভাবে নিতে পারেননি।আগেও পায়েলের এক ফোটোশ্যুটের ছবি মুহূর্তে ভাইরাল হয়েছিল। স্নান সেরে ওঠার পর অভিনেত্রীর শরীর জুড়ে যেন শুধুই উষ্ণ আবেদন। কাঁধ থেকে চুইয়ে পড়ছে জল, হট ফোটো শ্যুটে ধরা দিয়েছিলেন পায়েল। ফের এই ফটোশ্যুটে অন্য আমেজ তৈরি করলেন টলি-ডিভা পায়েল।

https://www.instagram.com/p/CF_O9SJAg5s/?igshid=1a0qgx1b9o2fn

৩৬-এর তন্বী, রূপসী নায়িকা এখন ও অবিবাহিতা । অনেকগুলো প্রেম হলেও তা ছাদনাতলা পর্যন্ত গড়ায়নি। এমনকি কখনোই বিশেষ বিতর্কেও জড়ান না তিনি। নিভৃতেই তিনি নিজের রূপের জাদুতে উন্মাদ করে চলেছেন দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥