• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে উচ্চতায় খাটো বামন যুবকের সাথেই বিয়ে সারলেন পায়েল, প্রেমদিবসেই খবর দিলেন অভিনেত্রী

কে যে কখন কীভাবে আর কার প্রেমে পড়বে তা স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরেরও অজানা। প্রেম এমনই একটি উপলব্ধি যেখানে বয়স, উচ্চতা, ধর্ম কোনোওকিছুই বাধা হয়ে দাঁড়ায়না। দুটো মানুষ দুটো মানুষকে সেখানে এসবের উর্ধ্বে উঠে ভালোবাসে। বাধা যদি দেয়, সেটা সমাজ। সমাজই কখনও ঠিক করে দেয় আসল প্রেমের সমীকরণ ঠিক কেমন হওয়া উচিত।

আজ ভালোবাসার দিন, তাই আজ ওমন মন্দ লোকেদের মুখে ছাই দিয়ে নিজের অন্যরকম প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী৷ আসলে তৃতীয় শতাব্দীর রোমান সাধক সেন্ট ভ্যালেন্টাইনকে সম্মান জানাতেই এইদিনকে ‘ভ্যালেন্টাইন্স ডে’ হিসেবে ডাকা হয়। মুখ্যত হালফিলে এই দিন ভালোবাসার দিন হিসেবেই পরিচিত।

   

পায়েল সরকার,কুলপি,টলিউড,প্রত্যয় ঘোষ,payel Sarkar,kulpi,tollywood

এই বিশেষ দিনেই নিজের ভালোবাসার মানুষের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী পায়েল সরকার। সমাজের প্রচলিত ধ্যান ধারণা অনুযায়ী তার প্রেমিক তথা স্বামীর সঙ্গে একেবারেই মেড ফর ইচ আদার নন পায়েল। ওমন সুন্দরী ছিপছিপে ফর্সা মেয়ের স্বামী নাকি কালো, বামন।

পায়েল সরকার,কুলপি,টলিউড,প্রত্যয় ঘোষ,payel Sarkar,kulpi,tollywood

আসলে সম্প্রতি একটি ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী পায়েল সরকার। যার নাম ‘কুলপি’। এই সিনেমায় পায়েলের বিপরীতে অভিনয় করবেন প্রত্যয় ঘোষ। তিনি বাস্তবেও একজন বামন। বড়পর্দায় এই তার প্রথম ছবি৷ এই ছবির মাধ্যমেই বহুদিন পর বড়পর্দায় দেখা মিলবে পায়েলের। বডিশেমিং, প্রেম নিয়ে সমাজের নীতি পুলিশির বিরুদ্ধে বার্তা দেবে এই ছবি।

 

 

View this post on Instagram

 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar)

‘কুলপি’র বিশেষ লুক পোস্ট করে পায়েল লিখেছেন, “ যদি এভাবেও ভালোবাসা ভালোবেসে যায় তবে সার্থক ভালোবাসার দিন ১৪ ই ফেব্রুয়ারি।” ভালোবাসাকে বাঁচিয়ে রাখার এই ছবির ফার্স্টলুক দেখে দর্শকেরাও বেশ কৌতুহলী৷ গতবছর পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায় এই ছবি প্রসঙ্গে বলেছিলেন, ‘“ ভালোবাসা বেঁচে থাক গল্প পেরিয়ে সমাজে কুলপির হাত ধরে এগিয়ে নিয়ে যায় ভালবাসার দৃষ্টান্ত তৈরিতে”

site