• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেরিয়ার বাঁচাতে কালাজাদুতেও রাজি! বশীকরণ পর্যন্ত করেছিলেন, লকআপে স্বীকারোক্তি এই বলি নায়িকার

বলিউডের অভিনেত্রী (Bollywood Actress) হওয়ার স্বপ্ন অনেক মহিলারাই দেখে, কিন্তু খুব কম জনই নিজেকে সাফল্যের শিখরে পৌঁছে নিয়ে যেতে পারে। অনেকেই আপ্রাণ চেষ্টা করেন অভিনেত্রী হওয়ার কেউ সফল হন তো কেউ ব্যর্থ হন, আবার কেউ কেউ রাতারাতি শিখরে পৌঁছে যান একটা ছবির দৌলতেই। আজ এমন এক অভিনেত্রীর সম্পর্কে আলোচনা করবে যে যিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন সেরা অভিনেত্রী হওয়ার জন্য!

বলিউডে তাঁর নাম বিতর্ক কম নেই! সর্বদাই কোনো না কোনো বিতর্কে নাম জড়িয়ে শিরোনামে থাকেন তিনি। বলিউড থেকে সামাজিক ইস্যু থেকে রাজনৈতিক কোনো কিছুতেই মন্তব্য করতে বাকি রাখেননি তিনি। প্রকাশ্যে নিজের মতামত রেখে নেটপাড়ায় কটাক্ষের শিকার থেকে বাস্তবে তাঁর বিরুদ্ধে থানায় FIR পর্যন্ত জমা পড়েছে। অবশ্য তাতে দমেননি তিনি, বরং যেমন ছিলেন তেমনই রয়ে গিয়েছেন।

   

Payel Rohatagi,Kangana Ranaut,Lockup,Payel Rohatagi did Vashikaran,Payel Rogatagi did black magic,Vashikaran,পায়েল রোহতাগি,কঙ্গনা রানাউত,লকআপ,বলিউডের খবর,বশীকরণ,Bollywood News,Kangana Ranaut Lockup Latest news

প্রাক্তন মডেল এই অভিনেত্রী ২০০২ সালে ‘ইয়ে ক্যায়া হো রাহা হ্যায়?’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু সেই থেকে আজ পর্যন্ত দু দশক পেরিয়ে গেলেও বলিউডের অভিনেত্রীদের ভিড়ে নিজের জায়গা পোক্ত করে উঠতে পারেননি তিনি। হ্যাঁ ঠিকই ধরেছেন পায়েল রোহাতগির (Payel Rohatagi) কথাই বলা হচ্ছে। সম্প্রতি কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) স্পেশাল রিয়্যালিটি শো লকআপে (Lockup) প্রতিযোগী হিসাবে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

সেখানেই নিজের জীবন ও বলিউডের কেরিয়ার নিয়ে মুখ খুলেছেন পায়েল। তাঁর মতে, ‘দেখতে দেখতে ১৫ বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। একসময় কেরিয়ারের অবস্থা খুবই খারাপ ছিল কিছুই ভালো যাচ্ছিলো না। সেই সময় তন্ত্রমন্ত্র ও পুজো আর্চার সাহায্য নিয়েছিলাম কেরিয়ারের উন্নতির জন্য’। হ্যাঁ ঠিকই দেখছেন, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বলিউডের অভিনেত্রী হয়েও এসবে বিশ্বাস করেছিলেন অভিনেত্রী।

Payel Rohatagi,Kangana Ranaut,Lockup,Payel Rohatagi did Vashikaran,Payel Rogatagi did black magic,Vashikaran,পায়েল রোহতাগি,কঙ্গনা রানাউত,লকআপ,বলিউডের খবর,বশীকরণ,Bollywood News,Kangana Ranaut Lockup Latest news

এরপর পায়েল জানান, ‘আমার মতে কোনো শিক্ষিত মহিলা কেরিয়ারে সফলতা আনার জন্য এই কাজ করে থাকেন। তবে যদি করেও থাকেন সেটা গোপন রাখাই ভালো। আমি নিজে বশীকরণের (Vashikaran) চেষ্টা করেছিলাম। দিল্লির এক পূজারী বলেছিলেন জেক বসে আন্তে চাই তাঁর কোনো জিনিস এনে দিতে হবে। আমি এমন অনেককিছুই করেছিলাম। তবে ভয় পেতাম আমার সম্পর্কে এসমস্ত কথা লোকে জানতে পারলে আমায় নিয়ে খিল্লি করবে। সেই জন্য এই কথা গোপনেই রেখেছিলাম’।

Payel Rohatagi,Kangana Ranaut,Lockup,Payel Rohatagi did Vashikaran,Payel Rogatagi did black magic,Vashikaran,পায়েল রোহতাগি,কঙ্গনা রানাউত,লকআপ,বলিউডের খবর,বশীকরণ,Bollywood News,Kangana Ranaut Lockup Latest news

পায়েলের থেকে এই কথা শোনার পর  স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে, এসব করে কি আদৌ সফলতা পেয়েছিলেন তিনি? নাকি স্বামী সংগ্রাম সিংকে পাওয়ার জন্য বশিকরণ করেছিলেন তিনি? যার উত্তরে অভিনেত্রী জানান, ‘যার যা ভাবার ভাবতেই পারে। আমি সংগ্রামের ওপর কোনোরকম বশীকরণ করিনি’। তবে কেরিয়ারে উন্নতি হয়েছিল কি না সেটা এড়িয়ে গিয়েছেন তিনি।