• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলে,জানবেন আমি আত্মহত্যা করিনি।ইন্সটাতে বিস্ফোরক পায়েল ঘোষ

Published on:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের অন্তরকাণ্ডে এখনো সরগরম গোটা নেটদুনিয়া। অনেকেই নিজের মন্তব্য প্রকাশ করেছেন বহু বিতর্কে নাম জড়িয়েছে বহু তারকার। বলিউডে ড্রাগের ব্যবসার রমরমাও প্রকাশ্যে এসেছে। এমনি অভিনেত্রী পায়েল ঘোষ যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে। এর পর সুশান্তের ঘটনার সাথে নিজেকে জুড়ে তিনি বলেছেন “যদি আমাকে ঝুলন্ত পাওয়া যায়, জানবেন আমি আত্মহত্যা করিনি।” অর্থাৎ তিনি নিজের খুন হবার আশঙ্কা প্রকাশ করেছেন।

https://www.instagram.com/p/CFfjO70jSRi/

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে অভিনেত্রী পায়েল সম্প্রতি একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন “আমি একটি বিখ্যাত পোর্টালে সাক্ষাৎকারে মিস্টার অনুরাগ কাশ্যপের সম্পর্কিত পুরো বিষয়টি জানিয়েছি।এর পরেই আমি জানতে পারি যে ওই সাক্ষাৎকারের জন্য পোর্টালের লোক অনুরাগের অনুমতি নিয়েছে।” এরপর ভারতবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন ” যদি আমাকে ঝুলন্ত পাওয়া যায়, জানবেন আমি আত্মহত্যা করিনি।তাদের কাছে আমার অবসাদ ও চিকিৎসা নিয়ে তথ্য আগে থেকেই তৈরী রয়েছে। ”

 

 

প্রসঙ্গত, অভিনেত্রী পায়েল ঘোষ চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ এনেছেন। গত মঙ্গলবার থানায় এবিষয়ে অভিযোগও দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪,৩৭৬,৩৪১ও  ৩৪২ নং ধারায় অভিযোগ দায়ের হয়েছে। ২০১৪ সালের যৌন হেনস্থার জন্যই এই অভিযোগ জানানো হয়েছে। পায়েলের উকিল জানিয়েছেন অভিযোগ জানানোর সময় পায়েলকে হুমকি দেওয়া হয়। বলে হয় অভিযোগ দায়ের করলে তাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হবে।

যদিও পায়েলের এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অনুরাগ কাশ্যপ। তার সমর্থনে এগিয়ে এসেছেন প্রথম ও দ্বিতীয় স্ত্রী আরতি বাজাজ ও কালকি কোয়েচলিন। এছাড়াও অভিনেত্রী তাপসী ও পরিচালক র্যাম গোপাল ভার্মাও অনুরাগ কাশ্যপকে সমর্থন করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥