• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়িকা বদল! আমাকে না জানিয়েই পায়েলকে নেওয়া হল, এতটা অপমানিত কখনো হইনি : অনামিকা

অনামিকা চক্রবর্তী,দর্শনা বনিক,পায়েল সরকার,জতুগৃহ,Anamika Chakraborty,payel sarkar,jotugriho,tollywood,actress change

সুশান্ত সিং রাজপুতের (Sushant singh Rajput) মৃত্যুর পর বারংবার উঠে এসেছে বলিউডের নেপোটিজম (Nepotism) এর প্রসঙ্গ। রাতারাতি নায়িকা বদল, কাস্ট থেকে না জানিয়ে বাদ দিয়ে দেওয়া, এসব আকছার বলিউডে হয়েই থাকে। আর বলি তারকাদের এসব গা সওয়াও হয়ে গিয়েছে। কিন্তু টলিউডে এ ধরণের কালচার আগে খুব একটা না থাকলেও, এবার সেটাও রমরমিয়ে শুরু হয়ে গেল।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘অল্প হলেও সত্যি’ ওয়েব সিরিজে নায়িকা বদলের প্রসঙ্গ। পরিচালক সৌম্যজিৎ আদকের হাত ধরে ডেবিউ করার কথা ছিল টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্তর। এই সিরিজে সৌরভ দাসের (sourav das) সাথে জুটি বাঁধার কথা ছিল অভিনেত্রীর। গত বৃহস্পতিবারেই এই খবরে সিলমোহর পড়েছিল। কিন্তু রাত কাটতেই বদলে গেল সিদ্ধান্ত। সকাল হতেই বদলে গেল ছবিটির হিরোইন। স্বস্তিকার বদলে সৌরভের সাথে ‘অল্প হলেও সত্যি’গল্পে জুটি বাঁধতে চলেছে আরেক বাঙালি অভিনেত্রী দর্শনা বণিক (darshana banik)।

Swastika Dutta Sourav Das not working together

কিন্তু এক্ষেত্রে স্বস্তিকা জানিয়েছিলেন তাকে বাদ দেওয়া হয়নি বরং তার অন গোয়িং প্রোজেক্টের সঙ্গে শ্যুটিং এর ডেট ক্ল্যাশ হওয়াতেই তিনি সরে এসেছেন। কিন্তু এবার ঘটল সম্পূর্ণ ভিন্ন ঘটনা। আবারো রাতারাতি বদলে গেল নায়িকা।পরিচালক সপ্তাশ্ব বসুর আসন্ন ছবি জতুগৃহ। এই ছবির জন্য প্রথমে নায়িকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। অভিনেত্রীর সঙ্গে সব কথা পাকাও হয়ে গিয়েছিল। কিন্তু রাতারাতি অনামিকার জায়গায় নেওয়া হয় পায়েল সরকারকে। এবং বিনা নোটিশেই এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়।

অনামিকা চক্রবর্তী,দর্শনা বনিক,পায়েল সরকার,জতুগৃহ,Anamika Chakraborty,payel sarkar,jotugriho,tollywood,actress change

এই প্রসঙ্গে অভিনেত্রী অনামিকা সাহা বলেন, এই বিষয়ে তিনি বিন্দুবিসর্গও জানতেননা। ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা বনি সেনগুপ্ত। অনামিকা ক্ষোভ উগড়ে দিয়ে জানান, ‘ছবির লুক লঞ্চের দিন প্রেস কনফারেন্সেও উপস্থিত ছিলাম আমি, তখনও এ ব্যাপারে আমায় কিছুই জানানো হয়নি।’

এই বিষয়ে পরিচালক জানান, অনামিকার সমস্যার কারণেই পায়েলকে নির্বাচন করতে বাধ্য হয়েছেন তিনি। এদিকে অনামিকা এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সাফ বলেন, এমনটা কোনোদিন হয়নি। বরং পরিচালকের কথা মতোই তিনি ডেট রেখেছিলেন। অনামিকা আক্ষেপ করে জানান, গত ৭ বছরের অভিনয়ের জীবনে এতটা অপমানিত তাকে কখনো হতে হয়নি। ইচ্ছা করেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে ধারণা তার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥