• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইন্ডিয়ান আইডল ১২ গ্রান্ড ফিনালেতে বিজেতা পবনদীপ, দ্বিতীয় স্থান পেল বাংলার মেয়ে অরুণিতা

গতকাল ছিল ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস (Independence Day)। আর ৭৫তম স্বাধীনতা দিবসেই আয়োজিত হয়েছিল ইন্ডিয়ান আইডলের গ্রান্ড ফিনালে (Indian Idol 12 Grand Finale)। গতকালের এই গ্রান্ড ফিনালে একটি ঐতিহাসিক অনুষ্ঠান ছিল। কারণ এর আগে কোনো রিয়্যালিটি শোতে ১২ ঘন্টা ধরে ফাইনাল আয়োজিত হয়নি। তাও আবার লাইভ চলেছে সংগীতের মঞ্চের এই মহা যুদ্ধ। সকাল থেকেই চাপা উত্তেজনা কাজ করছিল দর্শকদের মধ্যে, কে পাবে বিজেতার মুকুট!

এবারের ইন্ডিয়ান আইডলে সেরা ৬ প্রতিযোগীদের নিয়ে আয়োজিত হয়েছিল গ্রান্ড ফিনালে। তবে উত্তরাখণ্ডের পবনদীপ রাজন (Pawandeep Rajan) ও বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal) দুজনের মধ্যেই কোনো একজন বিজেতা হবে এটা বোঝা গিয়েছিল আগেই। কারোর মোতে পবনদীপ সেরা তো বাংলার মানুষের মতে অরুণিতাই জিতবে ইন্ডিয়ান আইডল ১২ এর মুকুট। কিন্তু শেষমেশ উল্টোটাই হল, ইন্ডিয়ান আইডল ১২ এর বিজেতা হল পবনদীপ রাজন। দ্বিতীয় স্থান পেল বাংলার তথা বনগাঁর মেয়ে অরুণিতা।

   

Pawandeep Rajan Wins Indian idol 12 arunita comes second,Indian Idol 12,Indian Idol 12 winner,Pawandeep Rajan,Pawandeep wins indian idol 12,Arunita Kanjilal,Arunita second Indian Idol 12,Indian Idol 12 Grand Finale,ইন্ডিয়ান আইডল ১২,ইন্ডিয়ান আইডল ১২বিজেতা,অরুণিতা কাঞ্জিলাল,পবনদীপ রাজন

এছাড়া বাকি প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থান পেল সায়নী কাম্বলে, চতুর্থ স্থানে মহম্মদ দানিশ। পঞ্চম ও ষষ্ঠ স্থান পেল নিহাল তাউরা ও সম্মুখপ্রিয়া। দীর্ঘ আট মাস ধরে চলা সংগীতের লড়াইয়ে শেষ হাসিটা সেই পবনদীপই হাসল। আর বিজেতা হয়ে ইন্ডিয়ান আইডলের ট্রফির পাশাপাশি নগদ ২৫ লক্ষ টাকা ও একটি চারচাকা গাড়ি উপহার হিসাবে পেল পবনদীপ।

 

View this post on Instagram

 

A post shared by indianidols 12 (@indianidols12)

দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগীদের জন্য রইল ৫ লক্ষ টাকা। এছাড়াও বাকিদের জন্য ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ১২ ঘন্টার এই ঐতিহাসিক গ্রান্ড ফিনালের মঞ্চে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন অনু মালিক, হিমেশ রেশমিয়া, সোনু কক্কর। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক, কুমার শানুরাও। সাথে সদ্য রিলিজ হওয়া শেরশাহ ছবির হিরো সিদ্ধার্থ মালহোত্রা ও নায়িকা কিয়ারা আডবাণীও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিজেতার শিরোপা শুধুমাত্র পবনদীপ পেলেও ইতিমধ্যেই পবনদীপ ও অরুণিতাকে নিয়ে একটি গানের অ্যালবাম তৈরির করেছেন। এছাড়াও অরুণিতার গানে মুগ্ধ হয়ে বলিউডের পরিচালক করণ জোহার তাকে নিজের ছবিতে প্লেব্যাক করার প্রস্তাব দিয়েছেন। পবনদীপ ও অরুণিতার জুটি নিয়েই নানা গুজব রটেছিল যে দুজনে নাকি প্রেমে পড়েছেন। তবে সেই গুজব উড়িয়ে দিয়ে দুজনেই জানিয়েছেন যে তারা ভালো বন্ধুমাত্র।