• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমই ‘আইডল’! হাঁটু মুড়ে বসে বঙ্গতনয়া অরুনিতাকে হীরের আঙটি দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন পবনদীপ

Published on:

অরুনিতা কাঞ্জিলাল,পবনদীপ রাজন,ভাইরাল ভিডিও,ইন্ডিয়ান আইডল,pawandeep rajan,arunita kanjilal,viral video,Indian idol

কিছুদিন আগেই শেষ হয়েছে সঙ্গীতের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো হল ‘ইন্ডিয়ান আইডল’ । এই শোয়ের হাত ধরেই দেশব্যাপী প্রত্যেকের মুখে মুখেই ছড়িয়ে পড়েছে দুটো নাম। তাঁরা হলেন বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জীলাল (Arunita Kanjilal) এবং দেরাদুনের পাহাড়ি ছেলে পবনদ্বীপ রাজন (Pawandeep Rajan)। ইতিপূর্বে একাধিকবার শিরোনামে এসেছে তাঁদের সম্পর্কের গুঞ্জন।

আর প্রতিবারই একে অপরকে শুধুমাত্র ভালো বন্ধু বলে দাবি করেছেন তাঁরা। তবে ভক্তরা ভালোবেসে তাঁদের জুটিকে নাম দিয়েছেন অরুনদ্বীপ। দুজনের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসে তাদের মিষ্টি সম্পর্কের সমীকরণ। ইতিমধ্যেই হিমেশ রেশমিয়ার একটি অ্যালবামে প্লেব্যাকের সুযোগ মিলেছে এই জনপ্রিয় জুটির।

অরুনিতা কাঞ্জিলাল,পবনদীপ রাজন,ভাইরাল ভিডিও,ইন্ডিয়ান আইডল,pawandeep rajan,arunita kanjilal,viral video,Indian idol

কিছুদিন আগেই হিমেশ রেশামিয়ার সুরে পবনদ্বীপ- অরুণিতার ‘ও সাইয়োনি’ গানের মিউজিক ভিডিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। ফোক সঙের আদলে তৈরি রোম্যান্টিক গানটি মন ছুঁয়েছিল ভক্তদের। এছাড়াও এখন একাধিক রিয়ালিটি শোতে অতিথি হিসাবে প্রায়ই দেখা যাচ্ছে পবনদ্বীপ-অরুণিতাকে। এছাড়াও জানা গেছে মুম্বাইতে একসাথেই পাশাপাশি ফ্লাট কিনেছেন তাঁরা।

অরুনিতা কাঞ্জিলাল,পবনদীপ রাজন,ভাইরাল ভিডিও,ইন্ডিয়ান আইডল,pawandeep rajan,arunita kanjilal,viral video,Indian idol

ইন্ডিয়ান আইডল থেকে বেরোবার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি অরুনদীপকে। তাদের হাতে লাগাতার কাজ এসেই চলেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাঁটু মূড়ে বসে হীরের আঙটি দিয়ে অরুনিতাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন পবন।

আসলে বাস্তবে যে অরুনদীপের এই সম্ভাবনা নেই তা একেবারেই বলছিনা, কিন্তু এবারের এই ভিডিওটি অক্টোপাস এন্টারপ্রাইজেস এর একটি মিউজিক অ্যালবামের টিজার৷ মাত্র ২৫ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে জনপ্রিয়তা লাভ করেছে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥