• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পিঁড়িতে ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ! পাত্রী কি বাংলার অরুণীতা? রইল দিনক্ষণ সহ সবকিছু

Published on:

ইন্ডিয়ান আইডল,Indian Idol,পবনদীপ রাজন,Pawandip Rajan,অরুণিতা কাঞ্জিলাল,Arunita Kanjilal

গত বছরেই শেষ হয়েছে ইন্ডিয়ান আইডলের  সিজন ১২ (Indian Idol)। কিন্তু শো শেষ হয়ে গেলেও এই  শোয়ের দুই প্রতিযোগি তথা বিজেতা পবনদীপ রাজন (Pawandip Rajan) আর দ্বিতীয় স্থানে থাকা অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal)-এর জনপ্রিয়তা কমেনিএক ফোঁটাও। এই জুটির প্রেমের গুঞ্জন অব্যাহত আজও। শো চলাকালীনই একাধিকবার খবরে এসেছে তাদের সম্পর্কের গুঞ্জন।

কিন্তু বারবার তা প্রকাশ্যেই উড়িয়ে দিয়েছেন পবনদ্বীপ অরুণিতা। উল্টে নিজেদের শুধুমাত্র ‘ভালো বন্ধু’ বলেই দাবি করে এসেছেন তারা।কিন্তু কথায় আছে, ‘যা রটে তার কিছু তো ঘটে’। একথা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে একাধিকবার। এমনিতে সেলিব্রেটি জুটিদের মধ্যে সম্পর্ক লুকানোর ঘটনা নতুন নয়। তাই মনে করা হচ্ছে এই একই পথে হাঁটছেন পবনদ্বীপ- অরুণিতা। তাই তারা মুখে যতই না না করুক তাদের মধ্যে যে সম্পর্ক আছেই তা একপ্রকার নিশ্চিত এই জুটির অসংখ্য অনুরাগীদের কাছে।

ইন্ডিয়ান আইডল,Indian Idol,পবনদীপ রাজন,Pawandip Rajan,অরুণিতা কাঞ্জিলাল,Arunita Kanjilal

এমনিতে সোশ্যাল মিডিয়ায় রয়েছে এই জুটির একাধিক ফ্যান পেজ। সেখানে তো অনুরাগীরা রীতিমতো পবনদ্বীপ অরুণিতাকে ভাইয়া ভাবি বলে সম্মোধন করে থাকেন।  ফ্যানদের দোষ দিয়ে লাভ নেই! তাদের দুজনের মধ্যে সম্পর্কের রসায়নটাই আসলে দারুন নজর কাড়ার মতো। উল্লেখ্য কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

ইন্ডিয়ান আইডল,Indian Idol,পবনদীপ রাজন,Pawandip Rajan,অরুণিতা কাঞ্জিলাল,Arunita Kanjilal

সেখানে বিয়ের সাজে নিমেষে ভাইরাল হয়ে পড়ে পবনদ্বীপ ও অরুনিতার ছবি। সেই ছবি দেখে কার্যত আকাশ  থেকে পড়েছিলেন পাবনদ্বীপ নিজেই। তাই খানিকটা মজা করেই তিনিবলেছেন, ছবি যদি বানানোরই ছিল, তাহলে ভালো ছবিই বানাতে পারতেন। প্রসঙ্গত সদ্য গিয়েছে গায়কের বোনের বিয়ে।সেখানেই  হাজির ছিলেন অরুনিতা। এদিন সেই বিয়ের ছবি কেটে জুড়ে কোলাজ বানানো হয়েছিল। যা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।

Pawandeep Rajan Indian Idol 12 Winner

তবে সম্প্রতি নিজের বিয়ের প্রসঙ্গে মুখ খুলেছিলেন গায়ক। সেখানে তিনি সাফ জানিয়েছেন, আপাতত তার  বিয়ে করার কোন ইচ্ছা নেই। তার পাবনদ্বীপ জানিয়েছেন তিনি নিজে যখন বিয়ে করবেন তখন সবাইকে জানিয়েই করবেন।গায়কের কোথায় তার বিয়ে হতে এখনো ৭ বছর দেরি আছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥