পবনদীপ রাজন (Pawandeep Rajan) আর অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal) এই দুটি নাম ইন্ডিয়ান আইডলের দৌলতে সকলের কাছেই পরিচিত হয়ে গিয়েছে। ইন্ডিয়ান আইডল ১২ এর বিজেতা হয়েছে পবনদীপ আর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলার মেয়ে অরুণিতা। তবে দ্বিতীয় হলেও বাংলার মেয়ে অরুণিতার গানের গলা আর জনপ্রিয়তা ছাপিয়ে গিয়েছে পবন্দীপকেও। বর্তমানে দুজনেই গানের জগতের নতুন সেলেব্রিটি হয়ে গিয়েছেন।
পবনদীপ ও অরুণিতার প্রতি দর্শক থেকে শুরু করে বিচারকরাও বেশ আশাবাদী ছিলেন। তবে গান ছাড়াও দুজনের সম্পর্ক নিয়ে নানা গুজব সময়ে সময়ে সামনে এসেছে। ইন্ডিয়ান আইডলের মঞ্চে থাকাকালীন অরুনীতার প্রতি পবনদীপের বিশেষ আকর্ষণের খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। অনেকেই মনে করেছিলেন প্রেম করছেন পবনদীপ ও অরুণিতা।
যদিও দুজনেই একেঅপরের ভাল বন্ধু হিসাবেই পরিচয় দিয়েছেন বারবার। তবে প্রেমের জল্পনা কিন্তু থামেনি, কারণ মুম্বাইতে একই সাথে ফ্লাট কেনার পরিকল্পনা করেছেন পবনদীপ ও অরুণিতা। এছাড়াও কিছুদিন পরিবারের সাথে সময় কাটিয়ে সকলে মিলে একসাথে কেদারনাথ যাবার প্ল্যান করেছেন পবনদীপ। সেই ট্রিপে সাথে থাকবে অরুণিতাও।
ইন্ডিয়ান আইডল শেষ হয়ে গেলেও মাঝে মধ্যেই একসাথে দেখা যাচ্ছে দুজনকে। ইতিমধ্যেই গানের অ্যালবাম রিলিজ হয়ে গিয়েছে। তবে এবার টিভির পর্দায় আবারো একত্রে দেখা যাবে ইন্ডিয়ান আইডলের এই জনপ্রিয় জুটিকে। কোথায়? তাহলে বলি কৌন বানেগা ক্রোড়পতি রিয়্যালিটি শোয়ে হাজির হতে চলেছে পবনদীপ অরুণিতা।
কিছুদিন আগেই শুরু হয়েছে জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের ১৩তম সিজেন। যেখানে প্রতিযোগীরা নিজেদের ভাগ্যপরিবর্তন করতে আসেন। ইতিমধ্যেই এই সিজেনে একাধিক সেলিব্রিটিরা হাজির হয়েছেন KBC এর মঞ্চে। এবার গায়ক গায়িকা জুটির পালা। সোনি চ্যানেলের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করে এই খবর জানানো হয়েছে।