ভোজপুরী ইন্ডাস্ট্রির দৌলতে মোনালিসার (Monalisa) নাম এখন ভাইরাল নেট-দুনিয়ায়। নাচ হোক বা অভিনয়, মোনালিসার দক্ষতা প্রত্যেক ক্ষেত্রেই। পাশাপাশি বিশেষ শারীরিক আকর্ষণের হেতু যুবকসমাজের ‘হার্টথ্রব’ মোনালিসা। সম্প্রতি ইনস্টাগ্রামে ৪০ লক্ষ ফলোয়ার হয়েছে মোনালিসার ইন্সটা-হ্যান্ডেলে। অন্যদিকে পবন সিংয়ের (Pawan Singh) সঙ্গে করা ‘দিয়া গুল করা রাণী’ (Diya gul kara rani) গানটিও প্রবল উত্তাপ ছড়িয়েছে ইউটিউবে। স্বাভাবিকভাবেই মোনালিসা-জ্বরে কাঁপছে নেটজগৎ।

মোনালিসার এই ভাইরাল গানটিতে অভিনেত্রীর হট অবতারে মুগ্ধ প্রত্যেকেই। লাল শাড়িতে মোনালিসা আর সঙ্গে ভোজপুরী ‘পাওয়ার স্টার’ পবন সিং, আর দেখে কে! নেটিজেনদের অভিব্যক্তিই বলে দেয় যে তাঁদের অনস্ক্রিন রসায়ন জমে ক্ষীর।
‘পবন রাজা’-র এই গানটি ইতিমধ্যে পৌঁছেছে ৭কোটি মানুষের কাছে। ভাইরাল ‘দিয়া গুল করা রাণী’ এখনই ঘুরছে মানুষের মুখে মুখে। জানা গেছে, গানটি লিখেছেন মনোজ আর্থী। গানটি গেয়েছেন পবন সিং ও ইন্দু সোনালি। গানটির সুরকার অবিনাশ ঝা ঘুঙুরু। ভোজপুরী ইন্ডাস্ট্রির সূত্রে খবর, ‘পবন রাজা’ ছবিতে অভিনয় করেছেন পবন সিং, আম্রপালি দুবে, মোনালিসা, সুশীল সিং, অক্ষরা সিং, আয়াজ খান ও দেব সিং।
কিছুদিন আগেই নিজের ইন্সটা হ্যান্ডেলে একটি নাচের ভিডিও পোস্ট করেছেন মোনালিসা। এমনিতেই মোনার হট গানে কাঁপছে নেট-দুনিয়া, তার উপরে মোনার হট নাচে মাতন লেগেছে যুবদর্শকদের মনে।














