• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কিং’ ইজ ব্যাক! শাহরুখের জন্মদিনেই প্রকাশ্যে এল ‘Pathaan’এর টিজার, ভিডিও দেখে মুগ্ধ দর্শকরা

Published on:

Pathaan teaser is out on Shah Rukh Khan’s birthday, watch video

গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল, অবশেষে সেটিই সত্যি হল। বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিনে (Shah Rukh Khan birthday) ‘পাঠান’এর (Pathaan) টিজার প্রকাশ নিয়ে চর্চা অনেকদিন ধরেই চলছিল। অবশেষে সেই জল্পনা মতোই ২ নভেম্বর অর্থাৎ বুধবার প্রকাশ্যে এল ছবির টিজার। আর সেই টিজার দেখা মাত্রই একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।

একে তো দীর্ঘ ৪ বছর পর নায়ক হিসেবে কামব্যাক করছেন ‘কিং খান’ (Shah Rukh Khan), দ্বিতীয়ত ছবিতে রয়েছে সুপারহিট শাহরুখ-দীপিকা জুটি। সব মিলিয়ে ‘পাঠান’ নিয়ে দর্শকদের আগ্রহ প্রথম থেকেই তুঙ্গে ছিল। আর টিজারও একেবারেই তাঁদের নিরাশ করেনি।

Take a look at the fees list of Shah Rukh Khan, Deepika Padukone and John Abraham in Pathaan

‘পাঠান’এর টিজারের শুরুতেই দেখা যাচ্ছে, একজন বলছেন ‘শেষ মিশনে পাঠান ধরা পড়েছিল। শোনা গিয়েছে ওঁর ওপর অনেক অত্যাচার করা হয়েছে। কে জানে পাঠান মরে নাকি এখনও বেঁচে আছে?’ এই কথা শেষ হওয়া মাত্রই রক্তে ভেজা শাহরুখ বলে ওঠেন, ‘পাঠান এখনও বেঁচে আছে’।

Pathaan teaser

এরপরই শুরু হয় দমদার অ্যাকশন। শাহরুখের অ্যাকশন দেখে কে বলবে তিনি নাকি সদ্য ৫৭ বছর পা দিয়েছেন! অবশ্য শুধুমাত্র মারপিটই নয়, ‘পাঠান’এ রয়েছে ভরপুর রোম্যান্সও। দীপিকাকে একইসঙ্গে গ্ল্যামারাস এবং অ্যাকশন মুড দুইয়েই দেখা গিয়েছে। সেই সঙ্গে ঝলক মিলেছে তাঁর এবং ‘কিং খান’এর রোম্যান্সেরও। টিজারে অল্প সময়েই নজর কেড়েছেন ভিলেন জন আব্রাহামও।

Pathaan teaser

‘পাঠান’এর টিজার দেখেই দর্শকরা একবাক্যে মেনে নিয়েছেন, ‘কিং খান ইজ ব্যাক’। যেমন দুর্দান্ত অ্যাকশন রয়েছে, তেমনই ভালো ভিএফএক্সও রয়েছে। সব মিলিয়ে এই ছবি যে একেবারে জমজমাট হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। টিজারের শেষে খোদ শাহরুখ সেই জন্য দর্শকদের উদ্দেশে বলে দেন, ‘নিজেদের চেয়ারের সিট ভালো করে বেঁধে নিন’।

জানিয়ে রাখি, শাহরুখ খানের কামব্যাক ছবি আগামী বছর জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শোনা গিয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা যশ রাজ ফিল্মস প্রযোজিত সবচেয়ে দামি হতে চলেছে। হিন্দির পাশাপাশি শাহরুখ-দীপিকা-জন অভিনীত এই সিনেমা তামিল এবং তেলেগু ভাষাতেও রিলিজ করবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥