• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বেশরম রঙ’এর মতোই Pathaan’এর দ্বিতীয় গানেও ফের নামমাত্র পোশাকে হাজির দীপিকা! রইল প্রথম ঝলক

Published on:

Pathaan movie song Jhoome Jo Pathaan’s first look is out now

দীর্ঘ ৪ বছর পর ফের বড়পর্দায় নায়ক হিসেবে কামব্যাক করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আগামী বছর জানুয়ারি মাসে ‘পাঠান’ (Pathaan) ছবির হাত ধরে ফিরছেন ‘কিং খান’। সেই ছবির জন্যই এখন অধীর আগ্রহে বসে রয়েছেন অনুরাগীরা। কিন্তু একদিনে যেমন শাহরুখের অনুরাগীরা ‘পাঠান’এর জন্য অপেক্ষা করছেন, তেমনই আর একদিকে ছবিটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক।

আসলে কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পাঠান’এর নতুন গান ‘বেশরম রঙ’। আর সেই গান ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। কেউ অভিযোগ তুলেছেন, এই গানটি অশ্লীলতার প্রচার করছেন। আবার কেউ দাবি করেছেন, ‘বেশরম রঙ’এ গেরুয়া রঙের বিকিনি পরে হিন্দু ধর্মের অপমান করেছেন দীপিকা পাড়ুকোন।

Besharam Rang

অনেকেই আবার ‘পাঠান’এর প্রথম গানে দীপিকার নামমাত্র পোশাকে বোল্ড অবতারে হাজির হওয়ার বিষয়টি নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন। ছবিটি রিলিজের আগেই নেটদুনিয়ায় উঠেছে বয়কটের ডাক। এই বিতর্কের মাঝেই প্রকাশ্যে এল শাহরুখ-দীপিকার ছবির দ্বিতীয় গানের (Pathaan new song) প্রথম ঝলক।

‘বেশরম রঙ’এর মতোই ‘পাঠান’এর দ্বিতীয় গানের প্রথম ঝলকেও বোল্ড অবতারেই ধরা দিয়েছেন দীপিকা। গানটির নাম ‘ঝুমে জো পাঠান’ (Jhoome Jo Pathaan)। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই গান। মঙ্গলবার ‘পাঠান’এর নতুন গান নিয়ে দর্শকদের একাধিক তথ্য জানিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

Jhoome Jo Pathaan

‘ঝুমে জো পাঠান’ প্রসঙ্গে কথা বলার সময় সিদ্ধার্থ বলেন, এই গানের মাধ্যমে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’এর স্পিরিটকে সম্মান জানানো হবে। সুপার স্পাই পাঠানের চরিত্রে বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হবে এই গানে। ওনার এনার্জি, কনফিডেন্সের পরিচয় পাওয়া যাবে এই গানে।

প্রসঙ্গত, ‘পাঠান’এর প্রথম গান ‘বেশরম রঙ’ নিয়ে বিতর্ক এখনও থামেনি। এর মাঝেই ছবির দ্বিতীয় গানেও ফের একবার ‘বোল্ড’ অবতারে ধরা দিয়েছেন দীপিকা। এবার দেখা যাক, আগামী ২২ ডিসেম্বর ‘ঝুমে জো পাঠান’ মুক্তি পাওয়ার পর দর্শকরা কেমন প্রতিক্রিয়া দেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥