• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় সুপারস্টার হলেও পড়াশোনায় লবডঙ্কা! পাঠান তারকাদের শিক্ষাগত যোগ্যতা সত্যিই চমকে দেওয়া মত

গোটা দুনিয়ার সিনেপ্রেমী মানুষরা এই মুহূর্তে ‘পাঠান ম্যানিয়া’য় (Pathaan) আক্রান্ত। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র ৫ দিনের মধ্যে ৫০০ কোটি আয় করে ফেলেছে এই সিনেমা। যত দিন যাচ্ছে দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে ক্রেজও আরও বাড়ছে। যারা ‘পাঠান’ দেখেছেন, প্রত্যেকে ছবিটির কলাকুশলীদের অভিনয়ের প্রশংসা করেছেন। অভিনয়ের নিরিখে প্রত্যেকে প্রত্যেককে টেক্কা দিলেও, বাস্তবে ‘পাঠান’ তারকারা কতদূর পড়েছেন? জেনে নিন শাহরুখ-দীপিকাদের শিক্ষাগত যোগ্যতা (Educational qualification)।

আশুতোষ রানা (Asutosh Rana) – বলিউডের অত্যন্ত নামকরা এই অভিনেতা ‘পাঠান’এ কর্নেল সুনীল লুথরার চরিত্রে অভিনয় করেছেন। ইন্ডাস্ট্রিতে বহু দশক কাটিয়ে ফেলা আশুতোষ মধ্যপ্রদেশের একটি স্কুল থেকে পড়াশোনা করেছেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি মধ্যপ্রদেশেরই ডাঃ হরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন।

   

Asutosh Rana educational qualification

ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) – বলিউডের একসময়কার এই নামী নায়িকাও ‘পাঠান’এ অভিনয় করেছেন। ৬৫ বছর বয়সেও তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। জানিয়ে রাখি, ডিম্পল মুম্বইয়ের সেন্ট জোসেফ কনভেন্ট হাই স্কুলে পড়াশোনা করেছেন। এরপর মাত্র ১৬ বছর বয়সেই ‘ববি’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি।

Dimple Kapadia educational qualification

জন আব্রাহাম (John Abraham) – শাহরুখের ‘পাঠান’এ খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন জন। জানিয়ে রাখি, বি টাউনের এই সুদর্শন অভিনেতা মুম্বইয়ের ওরলি বম্বে স্কটিশ স্কুল থেকে পড়াশোনা করেছেন। খুবই মেধাবী ছাত্র ছিলেন তিনি। উচ্চমাধ্যমিক পাশ করার পর জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন জন। এরপর মুম্বই এডুকেশনাল ট্রাস্ট থেকে এমবিএ সম্পূর্ণ করেন এই অভিনেতা।

John Abraham educational qualification

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) – সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’এ নায়িকার চরিত্রে অভিনয় করেছেন বলি সুন্দরী দীপিকা। বি টাউনের ‘মস্তানি’ বেঙ্গালুরুর সোফিয়া হাইস্কুল থেকে পড়াশোনা করেছেন। এরপর সেখানকারই মাউন্ট কারমেল কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন দীপিকা।

Deepika Padukone educational qualification

সলমন খান (Salman Khan) – শাহরুখ খানের ‘পাঠান’এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে ‘টাইগার’ সলমনকে। জানিয়ে রাখি, ভাইজান গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুল থেকে প্রাথমিক স্তরের পড়াশোনা করেছিলেন। এরপর মুম্বইয়ের সেন্ট স্ট্যানলিসাস হাই স্কুলে ভর্তি হন তিনি। সলমন উচ্চমাধ্যমিক পাশ করার পর মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তাঁকে।

Salman Khan educational qualification

শাহরুখ খান (Shah Rukh Khan) – বলিউড ‘বাদশা’ শাহরুখ খান ‘পাঠান’এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। জানিয়ে রাখি, শাহরুখ দিল্লির সেন্ট কলম্বো স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন।

Shah Rukh Khan educational qualification

এরপর হংসরাজ কলেজে ভর্তি হন ‘কিং খান’। সেখান থেকেই স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন। স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করার পর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন নিয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি শাহরুখ।