• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কিং ইজ ব্যাক! ৩ দিনে ৩০০ কোটি কামিয়ে ২১টি রেকর্ড গড়ল ‘পাঠান’, নতুন নজির স্পর্শ শাহরুখের ছবির

সত্যিই শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’ (Pathaan) জ্বরে কাবু দর্শকরা। রিলিজের ৩ দিন পরেও দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে ক্রেজ তুঙ্গে। যত সময় যাচ্ছে, ততই যেন সেই ক্রেজ আরও বৃদ্ধি পাচ্ছে। বক্স অফিসেও বহাল ‘পাঠান ম্যানিয়া’ (Pathaan box office collection)। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘কিং খান’এর ছবি। শুধুমাত্র ভারতেই নয়, সমগ্র বিশ্বে রমরমিয়ে চলছে ‘পাঠান’।

২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। এরপর থেকে বক্স অফিস কেবলই ‘পাঠানময়’। রিলিজের ৩ দিনের মধ্যেই ৩০০ কোটি আয় করে ফেলেছে এই সিনেমা। জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক রমেশ বালা টুইট করে সংবাদটি জানিয়েছেন। রিলিজের দিন থেকে যেভাবে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে ‘বাদশা’র সিনেমা তাতে এই ছবিতে যে চলতি বছরের প্রথম ব্লকবাস্টার হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

   

Pathaan, Pathaan box office collection

‘পাঠান’এর বক্স অফিস কালেকশনের নিরিখে যদি বলা হয়, তাহলে রিলিজের ৩ দিনপর বিশ্বব্যাপী কালেকশন ৩০০ কোটির গণ্ডি অতিক্রম করে ফেলেছে। অপরদিকে শুধুমাত্র ভারতে কামিয়েছে ১৫০ কোটি টাকা। রিলিজের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ২১টি অনন্য রেকর্ড গড়ে ফেলেছে শাহরুখের সিনেমা। ‘বয়কট পাঠান’ ট্রেন্ডকে ধুলোয় মিশিয়ে বক্স অফিসে রাজত্ব করছে ‘পাঠান’।

নামী চলচ্চিত্র সমালোচক রমেশ বালা টুইটারে আরও লিখেছেন, তৃতীয় দিনে ‘পাঠান’ ঘরে তুলতে পারে ৩৪-৩৬ কোটি টাকা। সেক্ষেত্রে মাত্র ৩ দিনেই ভারতীয় বক্স অফিসে ১৫০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে এই ছবি। আর সেই গণ্ডি টপকানোর সঙ্গেই বক্স অফিসে আরও একটি রেকর্ড গড়ে ফেলবে ‘পাঠান’।

Pathaan movie, Pathaan box office collection

ভারতের পাশাপাশি সারা বিশ্বের সিনেপ্রেমী মানুষদের মধ্যে ‘পাঠান’ নিয়ে ক্রেজ দেখা যাচ্ছে। সেই প্রভাব ছবির দুর্দান্ত বক্স অফিস কালেকশনের দেখা যাচ্ছে। স্রেফ ভারত থেকেই ২ দিনে ১১৩.৬ কোটি টাকা কামিয়েছে এই ছবি। বিশ্বব্যাপী কালেকশনের নিরিখে বলা হলে সেই অঙ্কটা প্রায় ২২০ কোটি টাকা।

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘জিরো’তে শেষবার নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল ‘বাদশা’ শাহরুখকে। কিন্তু সেই ছবি বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। ‘জিরো’র ব্যর্থতার পর দীর্ঘ ৪ বছরের বিরতি কাটিয়ে ‘পাঠান’এর হাত ধরে রুপোলি পর্দায় কামব্যাক করলেন শাহরুখ। রিলিজের আগে থেকেই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল দেখার মতো। ‘কিং খান’ও যে তাঁর ভক্তদের নিরাশ করেননি তা ‘পাঠান’এর বক্স অফিস কালেকশন দেখেই বোঝা যাচ্ছে।

site