• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪ দিনেই ৪০০ কোটি! KGF 2, বাহুবলীকে ধুলোয় মিশিয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল শাহরুখের ‘পাঠান’

Updated on:

Pathaan box office collection_ Shah Rukh Khan’s movie beats KGF Chapter 2 and Baahubali 2

বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’এর (Pathaan) কাছে ফিকে ব্লকবাস্টার ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (KGF Chapter 2) এবং ‘বাহুবলী ২’ (Baahubali 2)! রিলিজের মাত্র ৪ দিনের মধ্যেই ৪০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে এই ছবি। সেই সঙ্গেই ভেঙেছে একাধিক রেকর্ড। রিলিজের তৃতীয় দিনের মধ্যেই ৭৫টি রেকর্ড ভেঙেছিল ‘বাদশা’র সিনেমা। চতুর্থ দিন আসতে আসতে স্পর্শ করে ফেলেছে আরও বেশ কয়েকটি নজির। সবমিলিয়ে বক্স অফিস এখন শুধুই ‘পাঠানময়’।

শাহরুখের সিনেমা রীতিমতো বক্স অফিসে (Pathaan box office collection) রাজত্ব করছে। শুধুমাত্র ভারতেরই নয়, বরং গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষরা এখন ‘পাঠান’ জ্বরে কাবু। রিলিজের পর ৪ দিন পেরিয়ে গেলেও দর্শকমহলে ছবিটি ঘিরে উত্তেজনা দেখার মতো। ইতিমধ্যেই জানা গিয়েছে, সাউথের দুই ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘বাহুবলী ২’কে পিছনে ফেলে বক্স অফিসে একটি অনন্য নজিরও স্পর্শ করে ফেলেছে ‘পাঠান’।

Pathaan movie, Pathaan box office collection

জনপ্রিয় ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা টুইট করে জানিয়েছেন, রিলিজের মাত্র ৪ দিনের মধ্যেই বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি পেরিয়েছে শাহরুখ-দীপিকার ছবি। ‘পাঠান’ বক্স অফিসে যেভাবে ব্যবসা করছে, তা এর আগে কোনও বলিউড ছবি করে দেখাতে পারেনি। চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, এভাবেই যদি ‘পাঠান’এর রাজত্ব চলতে থাকে তাহলে আগামী দিনে আরও বহু রেকর্ড ভেঙে ফেলবে এই সিনেমা।


অবশ্য শুধু এই একটি রেকর্ডই নয়, শাহরুখের ছবি আরও একটি নজির স্পর্শ করেছে। রিলিজের ৪ দিনে (হিন্দি ভার্সনে) সবচেয়ে বেশি আয় করা সিনেমার শিরোপা অর্জন করে নিয়েছে ‘পাঠান’। বলিউড ছবি তো বটেই, পিছনে ফেলে দিয়েছে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির একাধিক ব্লকবাস্টার সিনেমাকে। প্রভাস অভিনীত ‘বাহুবলী ২’ পর্যন্ত ৪ দিনে ৪০০ কোটির গণ্ডি অতিক্রম করতে পারেনি, কিন্তু ‘কিং খান’এর ছবি তা করে দেখিয়েছে।

Pathaan beats KGF Chapter 2 and Baahubali 2

অপরদিকে যদি ‘পাঠান’এর হিন্দি কালেকশনের কথা বলা হয়, তাহলে এই ছবিটি মাত্র ৪ দিনের মধ্যে ৪০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। সেই সঙ্গেই পিছনে ফেলে দিয়েছে দক্ষিণের দুই ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’কে।


তরণ আদর্শ টুইটারে লিখেছেন, শাহরুখের ‘পাঠান’ মাত্র ৪ দিনে ২০০ কোটির গণ্ডি অতিক্রম করেছে। যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং প্রভাস অভিনীত ‘বাহুবলী ২’র এই নজির স্পর্শ করতে সময় লেগেছিল যথাক্রমে ৫ দিন এবং ৬ দিন। সব মিলিয়ে বলা যায়, ‘পাঠান’এর বিজয়রথ যেভাবে ছুটছে তাতে এই ছবি যে আসন্ন ভবিষ্যতে আরও বহু রেকর্ড ভাঙবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥