বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন পড়ে না। তিনি কোটি কোটি মানুষের হার্টথ্রব। শুধুমাত্র ভারতেই নয়, গোটা বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে তাঁর। গত তিন দশক ধরে শুধুমাত্র বলিউডেই নয়, কোটি কোটি মানুষের মনেও রাজত্ব করেছেন ‘বাদশা’। সেই সঙ্গেই আয় করেছেন বিপুল যশ, খ্যাতি এবং অর্থ।
গত ৪ বছর বড়পর্দায় দেখা মেলেনি শাহরুখের। কিন্তু এই দীর্ঘ ‘বনবাস’ কাটিয়ে চলতি বছর কামব্যাক করেছেন ‘কিং খান’। বক্স অফিসে ঝড় তুলেছিল শাহরুখ অভিনীত ‘পাঠান’ (Pathaan)। বয়কটের ডাক উঠলেও গোটা বিশ্বে ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। আর এই ছবির সাফল্যের পর থেকেই একের পর এক দামি জিনিস কিনছেন শাহরুখ।
দিন কয়েক আগেই দীপিকার সঙ্গে একটি ভিডিওয় ধরা দিয়েছিলেন শাহরুখ। সেই ভিডিওয় অভিনেতার হাতের ঘড়িটি (Watch) সকলের নজর কেড়েছিল। নীল রঙের সেই ঘড়িটি দেখেই বোঝা যাচ্ছিল, সেটি কিনতে ভালো টাকাই খরচ হয়েছে অভিনেতার। পরে মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, ‘কিং খান’এর হাতের নীল রঙা সেই ঘড়িটি বিশ্বের অন্যতম দামি ঘড়ি। মূল্য প্রায় ৪.৯৮ কোটি টাকা।
সম্প্রতি আবার সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় শাহরুখের নতুন গাড়ির (Car) ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। অভিনেতা সদ্য রোলস রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ গাড়িটি কিনেছেন। মুম্বইয়ের রাস্তায় বেশ কয়েকবার সাদা রঙের সেই বহুমূল্য গাড়িটি দেখেছেন অনুরাগীরা। এখন ‘মন্নত’এর গ্যারেজে সাজানো রয়েছে সেই লাক্সারি গাড়ি।
শাহরুখের নতুন লাক্সারি গাড়িটি দেখে প্রত্যেক ভক্তের ভালোলাগলেও, দাম শুনে অনেকের চোখ কিন্তু কপালে উঠেছে। বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই গাড়িটির মূল্য প্রায় ৮.২০ কোটি টাকা। তবে শাহরুখ সেই গাড়িতে বেশ কিছু পার্সোনালইজ অপশন লাগিয়েছেন, যে কারণে দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘পাঠান’এর সাফল্যের পর চলতি বছর আরও দু’টি সিনেমা নিয়ে আসছেন ‘কিং খান’। শাহরুখকে এরপর অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ এবং রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’তে দেখা যাবে। বলিউড সুপারস্টার এই মুহূর্তে নয়নতারা, সুনীল গ্রোভার এবং সান্যা মলহোত্রার সঙ্গে ‘জওয়ান’এর শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন।