• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই জন্যই ডুবছে বলিউড! টাকা পেলে খারাপ সিনেমা করতেও রাজি, বিস্ফোরক ‘পাতাললোক’এর হাতিরাম চৌধুরী

বলিউডের (Bollywood) জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। দর্শকদের একাংশের অভিযোগ, খারাপ কনটেন্টের জন্যই আজ এই দশা ইন্ডাস্ট্রির। এসবের মাঝেই একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন বি টাউনের নামী অভিনেতা জয়দীপ অহলাওয়াত (Jaideep Ahlawat)।

বিনোদন দুনিয়ার একটি দ্বন্দ্ব বহুদিনের। সেটি  হল, ছবির মান নাকি ভালো পারিশ্রমিক- কোনটা বেশি জরুরী? এই নিয়ে একাধিক সময়ে একাধিক অভিনেতা নিজেদের মতামত জানিয়েছেন। সম্প্রতি জয়দীপও এই বিষয়ে নিজের মুখ খোলেন। একজন ভালো অভিনেতার কাছ থেকে এমন উত্তর পেয়ে বেশ চমকেই গিয়েছেন অনুরাগীরা।

   

Jaideep Ahlawat in Pataal Lok, Jaideep Ahlawat

ভালো ছবি নাকি পারিশ্রমিক এই দ্বন্দ্বে জয়দীপ সাফ বলেন, তাঁকে যদি মোটা টাকা পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে তিনি খারাপ ছবিও করতে রাজি আছেন। সদ্য মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা, জয়দীপ অভিনীত ‘অ্যান অ্যাকশন হিরো’। সেই ছবির প্রচারে গিয়েই একথা বলেছেন তিনি।

‘পাতাললোক’ ওয়েব সিরিজের হাতিরাম চৌধুরী বলেন, ‘আমার যদি প্রচুর টাকা দেওয়া হয়, তাহলে আমি খারাপ ছবিও করব। দু’টো কাজ টাকার জন্য করো এবং চারটে কাজ নিজের জন্য করো’। অভিনেতার সংযোজন, ‘খারাপ ছবির জন্য যদিও একটা শর্ত রয়েছে। পারিশ্রমিকটা এতটাই হতে হবে যে আমায় একবারের জন্যেও ভাবতে হবে এই ছবিটা আমি কেন করলাম’।

Jaideep Ahlawat

জয়দীপ বলিউডের নতুন মুখ নন। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। অনুরাগ কাশ্যপের ব্লকবাস্টার ছবি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’এও দেখাঁ হিয়েছিল তাঁকে। তবে জয়দীপের জনপ্রিয়তা পাওয়া শুরু ‘পাতাললোক’ ওয়েব সিরিজের হাত ধরে। সেখানে হাতিরাম চৌধুরীর অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর অর্জুন কাপুর এবং পরিণীতি চোপড়া অভিনীত ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ ছবিতেও দেখা গিয়েছিল জয়দীপকে।

‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিতেও জয়দীপের অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছে। ছবিটি বক্স অফিসে তেমন সফল না হলেও জয়দীপের পারফরম্যান্স বেশ ভালোলেগেছে প্রত্যেকের। অভিনেতার আগামী প্রোজেক্টের নিরিখে বলা হলে, এরপর তাঁকে সুজয় ঘোষের পরবর্তী থ্রিলারে দেখা যাবে। সেখানে জয়দীপের সঙ্গেই অভিনয় করেছেন বলি সুন্দরী করিনা কাপুর খানও।