• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রচন্ড খারাপ ভাষায় গালাগালি করতো পাঁচটি টিয়া, শাস্তি দিল চিড়িয়াখানা

Published on:

মুখ দিয়ে সর্বদা নোংরা কথার বুলি। লোকজনের সামনে অবাধে নোংরা কথার বহর। যার জেরে দর্শকদের সামনে রাখা আর সম্ভব নয়। এই অদ্ভুত কারণে সুদূর ইংল্যান্ডের একটি চিড়িয়াখানা থেকে সরানো হল ৫ টিয়াকে। এই ৫ টিয়াকে আসলে ভাষাগত শিক্ষার জন্য অন্যত্র পাঠানো হয়েছে,যাতে মুখের ভাষা শোধরানো যায়। সেখানে রীতিমত কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের যতক্ষণ না তারা সমস্ত খারাপ কথা ভুলছে।

ঘটনাটি ঘটেছে লিঙ্কনশাযার একটি ওয়াইল্ডলাইফ পার্কে। আফ্রিকা থেকে আনা ৫ টি টিয়াকে দর্শকদের জন্য রাখা হয়েছিল। কিন্তু, তাদের যা মুখের ভাষা, তাতে দর্শকদের সামনে রাখা যাবে না টিয়াগুলিকে।যার জন্য তাদের পাঠানো হল সংশোধনাগারে। সংশোধনের পরে মুখের ভাষা ঠিক হলে আবার দর্শকদের সামনে আনা হবে টিয়াগুলিকে।

আফ্রিকান ওই ৫টি টিয়ার নাম এরিক,এলসি,টাইসন,জেড,ও বিল্লি। বিগত বেশ কয়েকদিন যাবৎ ওয়াইল্ডলাইফ পার্কের কর্মীরা লখ্য করেন ওই ৫টি টিয়া একত্রিত হলেই মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে তাদের। আর ঘুরতে আশা শিশুদের সামনে হুট করে একসাথে হলে বাজে কথাবার্তার জেরে রীতিমত অস্বস্তিতে পড়ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই ভাবে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়া নিতে নারাজ চিড়িয়াখানার কর্তৃপক্ষ। যার জেরেই শাস্তি পেতে হল এই দুস্টু টিয়াদেরকে।

চিড়িয়াখানার কর্তা স্টিভ নিকোলাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন “শিশুদের সামনে টিয়াগুলির কথাবার্তার নিয়ে আমাদের চিন্তা বেড়ে যাচ্ছিল। ” এখন টিয়াগুলির সংশোধিত হয়ে ফেরার অপেক্ষা,তারপরেই আবার দর্শকদের সামনে আনা হবে তাদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥