বাঙালি অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। অপুর পাঁচালি, আহারে মন, রঞ্জনা আমি আর আসবোনা এর মত ছবিতে নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে বাংলীর হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন পার্নো। অভিনেত্রীর জনপ্রিয়তাও কম নয়, সোশ্যাল মিডিয়াতে প্রায় ৭ লক্ষ অনুগামী রয়েছে অভিনেত্রীর।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী, মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করেন সেখানে। আর দর্শকদের নিজের নিত্য নতুন ছবি দিয়ে মাতিয়ে রাখেন। সম্প্রতি অভিনেত্রী নিজের কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া মাধ্যম ইনস্টাগ্রামে।
ছবিতে টুকটুকে লাল রাঙা শাড়ির সাথে সিঁথিতে সিঁদুর নিয়ে হাজির হয়েছেন পার্নো মিত্র। কপালে রয়েছে চন্দনের সাজ, মাথায় বিয়ের মুকুট আর গা ভর্তি সোনার অলংকার। নাকের নথ থেকে শুরু করে কানের দুল একেবারে সাবেকি বাঙালি বধূ রূপেই দেখা মিলেছে অভিনেত্রীর।
কিন্তু হটাৎ এমন বিয়ের বেশে কেনই বা হাজির হলেন পার্নো মিত্র। তবে কি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী। টলিপাড়ায় এমনিতেই বিয়ের হুজুগ উঠেছে। বিয়ের করছেন একেরপর এক অভিনেতা অভিনেত্রীরা। এবার পার্নো মিত্রও কি সেই দলে নাম লেখালেন!
অভিনেত্রীর ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি ঘিরে তুমুল জল্পনার সূত্রপাত হয়েছে। আর ছবি শেয়ার করে অভিনেত্রী একটি পোস্টে লিখেছেন ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’। এই ক্যাপশন দিয়ে কি বোঝাতে চেয়েছেন অভিনেত্রী।
এখনো পর্যন্ত অভিনেত্রী বিয়ে করেছেন কি না তা হয়ে কোনো সঠিক খবর জানা যায়নি। তবে যাই হোক না কেন, অভিনেত্রীর এই কনের বেশে সাজ কিন্তু বেশ নজর কেড়েছে নেটিজনদের। বিয়ের এই ফটোশুটে সত্যি পথের পাঁচালির অপুর কথা মনে করিয়ে দিলেন অভিনেত্রী।