• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবার বিয়ে! সিঁথিতে সিঁদুর আর মাথায় বিয়ের মুকুট পরে কণের বেশে হাজির পার্নো মিত্র

বাঙালি অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। অপুর পাঁচালি, আহারে মন, রঞ্জনা আমি আর আসবোনা এর মত ছবিতে নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে বাংলীর হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন পার্নো। অভিনেত্রীর জনপ্রিয়তাও কম নয়, সোশ্যাল মিডিয়াতে প্রায় ৭ লক্ষ অনুগামী রয়েছে অভিনেত্রীর।

পার্নো মিত্র বিয়ের সাজে Parno Mitra

   

সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী, মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করেন সেখানে। আর দর্শকদের নিজের নিত্য নতুন ছবি দিয়ে মাতিয়ে রাখেন। সম্প্রতি অভিনেত্রী নিজের কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া মাধ্যম ইনস্টাগ্রামে।

পার্নো মিত্র বিয়ের সাজে Parno Mitra

ছবিতে টুকটুকে লাল রাঙা শাড়ির সাথে সিঁথিতে সিঁদুর নিয়ে হাজির হয়েছেন পার্নো মিত্র। কপালে রয়েছে চন্দনের সাজ, মাথায় বিয়ের মুকুট আর গা ভর্তি সোনার অলংকার। নাকের নথ থেকে শুরু করে কানের দুল একেবারে সাবেকি বাঙালি বধূ রূপেই দেখা মিলেছে অভিনেত্রীর।

পার্নো মিত্র বিয়ের সাজে Parno Mitra

কিন্তু হটাৎ এমন বিয়ের বেশে কেনই বা হাজির হলেন পার্নো  মিত্র। তবে কি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী। টলিপাড়ায় এমনিতেই বিয়ের হুজুগ উঠেছে। বিয়ের করছেন একেরপর এক অভিনেতা অভিনেত্রীরা। এবার পার্নো মিত্রও কি সেই দলে নাম লেখালেন!

পার্নো মিত্র বিয়ের সাজে Parno Mitra

অভিনেত্রীর ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি ঘিরে তুমুল জল্পনার সূত্রপাত হয়েছে। আর ছবি শেয়ার  করে অভিনেত্রী একটি পোস্টে লিখেছেন ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’। এই ক্যাপশন দিয়ে কি বোঝাতে চেয়েছেন অভিনেত্রী।

পার্নো মিত্র বিয়ের সাজে Parno Mitra

এখনো পর্যন্ত অভিনেত্রী বিয়ে করেছেন কি না তা হয়ে কোনো সঠিক খবর জানা যায়নি। তবে যাই হোক না কেন, অভিনেত্রীর এই কনের বেশে সাজ কিন্তু বেশ নজর কেড়েছে নেটিজনদের। বিয়ের এই ফটোশুটে সত্যি পথের পাঁচালির অপুর কথা মনে করিয়ে দিলেন অভিনেত্রী।

পার্নো মিত্র বিয়ের সাজে Parno Mitra

site