• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষে কিনা চাইনিজ সাজে বাবুউউর মা! কৃষ্ণা-পর্ণাদের নতুন লুক দেখে হেসে কুটোপাটি দর্শকরা

Published on:

Parna Krishna dressed up as Chinese, Zee Bangla serial Neem Phuler Madhu new episode revealed

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu)। কৃষ্ণা-পর্ণা-সৃজনদের এই সিরিয়াল শুরু থেকেই দর্শকদের প্রচণ্ড পছন্দের। বাস্তবধর্মী কাহিনী দেখিয়ে সকলকে মুগ্ধ করেছে এই ধারাবাহিক। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে একটি টানটান উত্তেজনার পর্ব। ছদ্মবেশ ধারণ করে ‘চ্যান’ মিশনে নামতে চলেছে দত্ত বাড়ির সদস্যরা।

‘নিম ফুলের মধু’র নিয়মিত দর্শকরা জানেন, নায়িকা পর্ণাকে (Parna) দু’চোখে দেখতে পারে না শাশুড়ি কৃষ্ণা (Krishna)। তাঁর একটাই ভয়, ছেলের বৌ তাঁর থেকে ছেলেকে কেড়ে নেবে। সেই জন্য সৃজন (Srijan) তাঁর বৌয়ের সমর্থনে দু’টো কথা বললেই ‘বাবুউউউ’ বলে তাঁকে দমিয়ে দেয় তাঁর মা। তবে এই প্রথমবার হয়তো বৌমার পাশে দাঁড়াচ্ছে কৃষ্ণা।

Neem Phooler Madhu Krishna Parna, Neem Phuler Madhu

এমনিতে পর্ণা যা বলে সেটারই বিরোধিতা করে কৃষ্ণা। তবে এবার মহা বিপদে পড়েছে দত্ত বাড়ি। চুরি হয়ে গিয়েছে সোনার গণেশ মূর্তি। যেনতেন প্রকারেণ সেই মূর্তি উদ্ধার করার শপথ নিয়েছে পর্ণা। বাড়ির ঘোর বিপদে শেষ পর্যন্ত বৌমার বানানো প্ল্যানেই সম্মতি দিয়েছে ‘বাবুউউর মা’ও।

‘নিম ফুলের মধু’তে সম্প্রতি দেখানো হয়েছে, সবার চোখের আড়ালে এতদিন ধরে একটি সোনার গণেশ লুকিয়ে রাখা হয়েছিল। তবে বুদ্ধি খাটিয়ে কঠিন ধাঁধার সমাধান করে সেই গণপতি খুঁজে বের করে বাবুর বৌ। তবে নকল হৃষীকেশ রায় সেই মূর্তি চুরি করে নিয়েছে। এবার এই মূর্তি ফের উদ্ধার করতেই একজোট হবে দত্ত বাড়ির সকল সদস্যরা।

Neem Phuler Modhu, Neem Phuler Madhu

এতদিন ধরে পর্ণা যত প্ল্যান করেছে, তাতে তাঁর পাশে দেখা গিয়েছে স্বামী সৃজন, ননদ-দেওর সহ অন্যান্যদের। কিন্তু কখনও কৃষ্ণা এবং পর্ণাকে একসঙ্গে জোট বাঁধতে দেখা যায়নি। তবে এবার গণেশ উদ্ধার করতে বৌমার সঙ্গে হাত মেলাবে বাবুউউর মা।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, পর্ণা প্ল্যান করেছে বিকেল বেলা দত্ত বাড়ির সকলে চাইনিজ বেশ ধারণ করে বাড়ি থেকে বেরোবে। এরপর চিনাপাড়াত বসের সাহায্য নিয়ে গণেশ উদ্ধারের মিশনে নামবে। শেষ পর্যন্ত দত্ত বাড়ির সকল সদস্য মিলে কীভাবে ফের সোনার গণেশ ফিরিয়ে আনে সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥