• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসুর রূপি ইশাকে নিধন করতে হাতে খুন্তি তুলে নিল পর্ণা! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Parna attacks with khunti as Trishul on Isha

জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল ‘নীম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। দর্শকমহলে দিনে দিনে বেড়েই চলেছে এই সিরিয়ালটির জনপ্রিয়তা এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সৃজন-পর্ণার (Srijan-Parna) জুটিকে আগেই দুহাত ভরে ভালোবাসা দিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকরা। তবে শুধু প্রধান নায়ক নায়িকাই  নন এই ধারাবাহিকের অন্যান্য চরিত্র গুলিকেও অনেকটা আপন করে নিয়েছেন বাংলা সিরিয়াল প্রেমীরা।

দর্শকদের মনোরঞ্জন করতে প্রত্যেক সপ্তাহেই এই ধারাবাহিকে থাকছে নিত্য নতুন চমক। কিছুদিন আগেই পায়ের ব্যাথা সারিয়ে সিরিয়ালের শুটিং ফ্লোরে ফিরেছিলেন এই সিরিয়ালের প্রধান নায়ক সৃজন অভিনেতা রুবেল দাস। এরই মধ্যে পুজোর ছুটিতেই দ্বিতীয়া থেকে জ্বরে কাবু এই অভিনেতা। তবে এই সিরিয়ালের নায়িকা পর্ণা দু হাতে দশভুজা। তাই এখন সিরিয়াল এগিয়ে নিয়ে যাওয়ার ভার অনেকটা বেশি এসে পড়েছে তার ওপর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,ইশা,Isha,আসন্ন পর্ব,Upcoming Episode

বাস্তবে ইতিমধ্যেই দুর্গা পুজা শেষ হয়ে ভাসান হয়ে গিয়েছে মা দুর্গার। কিন্তু বাংলা সিরিয়াল গুলিতে এখনও রয়েছে দুর্গা পুজোর (Durga Pujo) রেশ। ব্যতিক্রম নয় নিম ফুলের মধুও। এই সিরিয়ালের দত্ত পরিবারের হাত ধরেই যৌথ বাঙালি পরিবারের দুর্গা পুজোর পুরনো ঐতিহ্য ফিরে পেয়েছেন দর্শক।

সেখানে দেবীর বোধন থেকে শুরু করে পুজোর প্রতিটা নিয়মই খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে। আর পুজোর প্রত্যেকটা দিন পর্ণার  হাত ধরে থাকছে নিত্যনতুন চমক। কলা বউ স্নান করানোর সময় দত্ত বাড়ির ঐতিহ্যবাহী ছাতা থেকে শুরু করে সপ্তমীর বিকেলে ধ্রুপদী নৃত্য পরিবেশন কিম্বা অষ্টমীর অঞ্জলীর সবেতেই পুরনো ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন দেখিয়েছে দত্তবাড়ির জিনিয়াস বৌমা পর্ণা।

আগামী পর্বে দেখা যাবে মা দুর্গার সামনে দত্তবাড়ির ছেলে-বৌমারা  সকলে মিলে মেতে উঠবে ধুনুচি নাচে। সদ্য প্রকাশ্যে এসেছে এই পর্বের আগাম ঝলক। সেই সাথে ফাঁস হয়েছে নিম ফুলের মধুর তুলকালাম পর্ব। আগামী পর্বে দেখা যাবে ধুনুচি নাচ করতে করতে হঠাৎ করেই মেজাজ হারাবে পর্ণা।  আর তারপরেই মা দুর্গার সামনেই রান্নার গরম খুন্তি নিয়ে ত্রিশূল ধরার কায়দায় ইশার (Isha) বুকে বেঁধে দিয়ে রণ মূর্তি ধারণ করবে পর্ণা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥