কিছুদিন আগেই কালারস টিভিতে শুরু হয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো হুনারবাজ। এই অনুষ্ঠানের বিচারকদের আসনে রয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর, বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী, সহ বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। শুরু থেকেই এই অনুষ্ঠানের প্রতিযোগিদের একের পর দুর্ধর্ষ পারফরম্যান্স মুগ্ধ করেছে বিচারকদের।
কিছুদিন আগেই এই শোয়ের এক প্রতিযোগীকে অ্যাক্রোব্যাটিক্স করতে দেখে শো চলাকালীন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। উল্লেখ্য হুনরবাজই হল প্রথম টিভি শো। প্রথম বার টিভিতে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে পরিণীতি বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে আমি আবার আত্মপ্রকাশ করছি। যাইহোক, করণ জোহর এবং মিঠুন চক্রবর্তী থাকায় বিষয়টি আরও সহজ হয়েছে। আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখছি।’
প্রসঙ্গত ইনস্টাগ্রামে কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল,সেখানে দেখা যায় নিজেই নিজেকে নিয়ে মজা করতে করতে শোয়ের বিচারক করণ জোহরের উদ্দেশ্যে মজার ছলে পরিণীতি বলে ওঠেন “ভালা করেগা জোহর, ঢুন্ডেগা মেরা শোহর”। এভাবেই পরিনীতি নিজেই নিজের বিয়ের জন্য পাত্র খুঁজে দিতে বললেন করণ জোহরকে।
এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে শোতে গান গাইতে আসা প্রতিযোগির গান শুনে অনান্য বিচারকদের মতোই একেবারে বাকরুদ্ধ হয়ে যান পরিনীতি। এই গান তার মনকে এতটাই ছুঁয়ে ফেলে যে একসময় বিচারকের আসন ছেড়ে সোজা মঞ্চে উঠে আসেন পরিনীতি।
এরপরের দৃশ্য দেখা মাত্রই কার্যত চোখ কপালে উঠেছে নেটিজেনদের। দেখা যায় মঞ্চে উঠেই সটান শুয়ে পড়ে সষ্টাঙ্গে প্রতিযোগীর পা ছুঁয়ে প্রণাম করেন পরিনীতি। এরপরই উপস্থিত অনান্য বিচারক সহ অন্যান্য দের হাততালিতে ফেটে পড়ে হুনরবাজের মঞ্চ। এছাড়া এদিন ওই প্রতিযোগীদের গান শুনেই পরিণীতি বলে ওঠেন তাদের গলায় মা সরস্বতীর বাস। তাই তারা এই প্রতিযোগিতা না জিতলে পরিনীতির মন ভেঙে যাবে। সোশ্যাল মিডিয়ায় মুহুর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও।