পরিণীতি চোপড়া (Parineeti Chopra), বলিউডের (Bollywood) অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। ‘লেডিস ভিএস রিকি ভেইল’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। এরপর থেকে ইশাকজাদে, শুদ্ধ দেশি রোমান্স, নামাস্তে ইংল্যান্ড, কেশরীর মত একেরপর এক হিট বলিউড ছবি উপহার দিয়েছেন। আর ছবিতে দুর্দান্ত অভিনয়ের জেরেই লক্ষ লক্ষ দর্শকের মন জিতে নিয়েছেন পরিণীতি।
বর্তমানে খুব একটা ছবিতে অভিনয় করতে দেখতে পাওয়া যায়না পরিনীতিকে। শেষ দেখা গিয়েছিল ‘জাবাড়িয়া জোড়ি’ নামের ছবিতে। তবে, সোশ্যাল মিডিয়াতে কিন্তু সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের ছবি অনুগামীদের সাথে। সোশ্যাল মিডিয়াতে ৩১ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর। যার জেরে ছবি হোক বা ভিডিও শেয়ার হতেই তা ভাইরাল হতে বেশি দেরি লাগে না।
সম্প্রতি পরিণীতি চোপড়া তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে একটি ছোট বাথরুমের মধ্যেই ক্ষতবিক্ষত চেহারায় হাউমাউ করে কাঁদতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এর সাথে সাথে অভিনেত্রী ক্ষতবিক্ষত চেহারার ছবিও প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন এমন ছবি পোস্ট করলেন পরিণীতি! কি করে হল এমন অবস্থা!
আসলে সম্প্রতি, ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) অভিনয় করেছেন পরিণীতি। আর নিজের অভিনয়ের দক্ষতায় নিজেকে আবারো প্রমান করে দিয়েছেন পরিণীতি। নেটফ্লিক্স অরিজিনালসে রিভু দাশগুপ্তর ‘গার্ল অন দ্য ট্রেন (The Girl On the Train)’ নামের ছবিতে দেখা যাবে পরিনীতিকে। ‘গার্ল অন দ্য ট্রেন’ এর জন্য বেশ আগ্রহ নিয়েই অপেক্ষারত ছিলেন দর্শকেরা। সম্প্রতি ‘গার্ল অন দ্য ট্রেন’ এর ট্রেলার মুক্তি পেয়েছে।
আর ট্রেলার মুক্তি পাবার পর থেকেই সুপার ভাইরাল ‘গার্ল অন দ্য ট্রেন’। গত বুধবার সোশ্যাল প্লাটফর্ম ইউটিউবে লঞ্চ হয়েছে ট্রেলার, ইতিমধ্যেই তাতে ২৪ লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। আর শুধু তাই নয় ট্রেলার দেখে ছবি দেখার জন্য উৎসাহ আরো বেড়ে গিয়েছে দর্শকদের মধ্যে।