• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লোক হাসিয়েই কোটিপতি! পরেশ রাওয়ালের বিলাসবহুল লাইফস্টাইল হার মানাবে মুকেশ আম্বানিকেও

Published on:

পরেশ রাওয়াল,paresh rawal,life style,Bollywood,comedian,পরেশ রাওয়ালের বিলাসবহুল জীবন,কমেডিয়ান,সম্পত্তি

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে একাধিক বিখ্যাত অভিনেতা অভিনেত্রী রয়েছেন। তবে তাদের মধ্যে কিছুজন দর্শকদের কাছে দীর্ঘদিন ধরে পরিচিত। এমনই একজন অভিনেতা হলেন পরেশ রাওয়াল (Paresh Rawal)। খলনায়ক থেকে শুরু করে মূল ক্যারেক্টার, কমেডি থেকে শুরু করে সমস্ত চরিত্রে দুর্দান্ত অভিনয় ক্ষমতা দিয়ে বারবার মুগ্ধ করেছেন দর্শকদের। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার, সন্মান ও অ্যাওয়ার্ড।

যে কোনোও চরিত্রেই তিনি খুব সাবলীল। নিজের কাজের মাধ্যমে অসংখ্য নাম, যশ খ্যাতি অর্জন করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। কমেডি কিং পরেশ রাওয়ালের মোট সম্পত্তির পরিমাণ শুনলে ভিরমি খাবেন আপনিও। প্রথমেই জানিয়ে রাখি অভিনেতার জন্ম ১৯৫৫ সালের ৩০ শে মে, মুম্বই শহরে। অভিনয়ে আসার আগে তিনি ‘নরসি মুঞ্জি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স’ ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন।

পরেশ রাওয়াল,paresh rawal,life style,Bollywood,comedian,পরেশ রাওয়ালের বিলাসবহুল জীবন,কমেডিয়ান,সম্পত্তি

অভিনেতা হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চাকরির জন্য প্রচুর মাথার ঘাম পায়ে ফেলেছেন অভিনেতা। কিন্তু হাজার চেষ্টার পরেও তিনি সফল সিভিল ইঞ্জিনিয়ার তিনি হতে পারেননি। ২০১৪ সালে বিজেপির হয়ে নির্বাচন লড়ে জয়ী হয়েছিলেন অভিনেতা৷ নির্বাচনে দেওয়া হলফনামা বলছে, ২০১৪ সালেই তিনি ৮০ কোটির মালিক ছিলেন।

পরেশ রাওয়াল,paresh rawal,life style,Bollywood,comedian,পরেশ রাওয়ালের বিলাসবহুল জীবন,কমেডিয়ান,সম্পত্তি

আজ ২০২২ সালে এসে তার সম্পত্তির পরিমাণ ঠিক কতটা বেড়েছে নিশ্চই আন্দাজ করতে পারছেন? যেখানে লেখা ছিল স্বয়ং পরেশের নামে রয়েছে ৭০ কোটি টাকা আর স্ত্রী স্বরূপের নামেও ৮ কোটি টাকা। ছেলেদের নামেও যা রেখে গিয়েছেন তিনি তা দিয়ে আজীবন বসে খেতে পারবেন পরেশের সন্তানেরা।

পরেশ রাওয়াল,paresh rawal,life style,Bollywood,comedian,পরেশ রাওয়ালের বিলাসবহুল জীবন,কমেডিয়ান,সম্পত্তি

আদিত্য এবং অনিরুদ্ধ পরেশ রাওয়াল এবং স্বরূপের দুই ছেলে৷ পরেশ রাওয়ালের ছেলে ইতিমধ্যেই বলিউডে অভিষেক করেছেন। পরেশ রাওয়াল লোক হাসালে কি হবে, তার স্ত্রী স্বরূপ কিন্তু খুবই সুন্দরী। “ফেমিনা মিস ইন্ডিয়া” হয়েছিলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥