করোনার দ্বিতীয় ঢেউয়ে বলিউডের অসংখ্য তারকাই খসে গিয়েছে। ভয় বাড়ছে ক্রমেই। রোজই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ আর এই মুহূর্তে গুজবও ছড়াচ্ছে প্রতিনিয়ত। ইতিমধ্যেই কিরণ খের, লাকি আলি, মুকেশ খান্নাদের নামে ছড়িয়েছে মৃত্যুর গুজব। এবার এই তালিকায় জুড়লো পরেশ রাওয়ালের নাম।
শুক্রবার সকালে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পরেশ রাওয়ালের মৃত্যু সংবাদ। অভিনেতার অনুরাগীরা এই খবর শুনে কার্যত শিউরে ওঠেন। তারপর ৬৫ বছরের এই অভিনেতা জানান তিনি এক্কেবারে সুস্থ রয়েছেন। তবে এই গুজব উড়িয়ে অভিনেতা বেশ রসিকতাও করেন।
?…Sorry for the misunderstanding as I slept past 7am …! pic.twitter.com/3m7j8J54NF
— Paresh Rawal (@SirPareshRawal) May 14, 2021
তিনি এই ভুয়ো খবরের একটি স্ক্রিনশট পোস্ট করে তার সঙ্গে ক্যাপশনে লেখেন, , ‘৭টা বেজে যাওয়ার পরও ঘুমচ্ছিলাম, ভুল বোঝাবুঝির জন্য অত্যন্ত দুঃখিত। প্রসঙ্গত, গত ৯ মার্চ নিজের ভ্যাকসিন নেওয়ার ছবি ট্যুইটারে পোস্ট করেছিলেন পরেশ রাওয়াল ৷ ভিক্টরি চিহ্ন দেখিয়ে লিখেছিলেন, ভি ফর ভ্যাকসিন ৷ দেশের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মতো কোভিড যোদ্ধাদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছিলেন সেই পোস্টেই। কিন্তু এর মাত্র দুসপ্তাহ যেতে না যেতেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা ৷