টলিউডের বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায় (Paran Banerjee)। দিন কয়েক আগেই বড় পর্দায় ধামাকাদার কামব্যাক করেছেন তিনি। ‘টনিক’ ছবিতে দেবকে অভিনয়ে রীতিমতো টক্কর দিয়েছেন তিনি। বয়স যে তার কাছে কেবলমাত্রই একটা সংখ্যা তা প্রমাণ করেই ছেড়েছেন। এই ছবির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছিল।সম্পূর্ণ অন্য ধাঁচের এই ছবিতে ফুটে উঠেছে দুই জেনারেশনের অসম্ভব সুন্দর রসায়ন।
এই বয়সেও তার অভিনয় দেখলে চেয়ার ছেড়ে ওঠা অসম্ভব হয়ে পড়ে। এবার দাদুর হাত ধরেই অভিনয় জগতে পা রাখছেন বর্ষীয়ান অভিনেতার ছোট্ট নাতনি। পুচকে পৃথা ব্যানার্জিকে একেবারে চোখে হারান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়। এতদিন পর্যন্ত পৃথা পর্দাতেই আর সব দর্শকদের মতো দেখে এসেছেন পরাণ ব্যানার্জির অভিনয়। কিন্তু এবার দাদুর হাত ধরেই ক্যামেরার সামনে মুখ দেখাতে চলেছেন পৃথা।
রিল এবং রিয়েল লাইফ এক্ষেত্রে মিলেমিশে একাকার৷ কেননা, তার ডেবিউ ছবিতেও দাদু পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনির চরিত্রেই দেখা যাবে পৃথাকে। পরাণ পৃথাকে অভিনয় করতে দেখা যাবে পরিচালক অর্ণব মিদ্যার আগামী অ্যান্থলজি অর্থাৎ তিনটি ছবির একটিতে।
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পরাণ ব্যানার্জি জানান, তাঁর বাড়িতে চিত্রনাট্য শোনাতে এসেছিলেন পরিচালক।আর দাদুর কাছে কোনোও অতিথি এলেই কথা বলতে আসে মিশুকে পৃথা। তাঁর বাড়িতে চিত্রনাট্য শোনাতে এসেছিলেন পরিচালক। এদিন পরিচালকের পছন্দ হয়ে যায় পৃথাকে, আর সাথে সাথেই তার আগাম ছবিতে শিশুশিল্পী হিসেবে কাস্ট করার চিন্তা করে ফেলেন৷
দাদু পরাণও বেজায় খুশি নাতনিকে তার পেশায় যুক্ত করতে পেরে। নাতনিকে ‘গার্লফ্রেন্ড’ সম্বোধন করে জানান, তারও অভিনয়ের প্রতি বেশ আগ্রহ আছে। বাড়িতে তিনি নাটকের মহড়া দিলে বসে বসে শোনে নাতনি। ছবিতে পৃথার বাবার ভূমিকায় দেখা যাবে অভিনেতা জিতু কমলকে। আর দাদুর ভূমিকায় পরাণ এবং দিদিমা লিলি চক্রবর্তী। ছবির নাম ‘সেদিন কুয়াশা ছিল’।