“ভালো তবে আরও ভালো করতে হবে” এই মন্ত্র মানুষের কানে বারংবার আওড়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায় (Paran Bandopadhyay)। তাঁর নামের মতোই মানুষের পরাণ তিনি জিতে নিয়েছেন বহু দশক ধরেই। সৌমিত্র চ্যাটার্জি-দের মৃত্যু হয়না, এই কথাও বলেছিলেন ইন্ডাস্ট্রির অপর মহারথী পরাণ বন্দোপাধ্যায়। একটা জীবনে এত গুলো চরিত্রে যে একই রকম ভাবে নিখুঁত আর স্বকীয় হয়ে ওঠা যায় তা তাকে না দেখলে বিশ্বাস হয়না।
আশির কোটা পেরিয়েও তাই তিনি এভারগ্রীণ। আজকালকার নিউ কামাররা তাঁর সাথে পর্দা ভাগ করবার সুযোগ পেলে নিজেদের ধণ্য মনে করেন। খুব শিগগিরই পর্দায় ফিরবেন পরাণ। তাও যার তার সাথে নয় টলিউডের এই মুহুর্তের সুপারস্টার অভিনেতা দেবের সঙ্গে আসন্ন ছবি ‘টনিক’ এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা।
ছবি মুক্তির আগেই তাই ক্যামেরার এপারের বেশ কিছু ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যাচ্ছে অভিনেতা দেব- কে। এই ছবির সুবাদে ৫০ বছর পর সাইকেল চালালেন পরাণ ‘কাকা’ । সদ্য শেয়ার করা দেবের একটি ভিডিওতে সাইকেল চালাতে দেখা যায় পরাণ বাবুকে। দেব থাকলে তিনি এনার্জি পান, একথাও ভিডিওতে বলতে শোনা যায় তাকে। ৬০ এর দশকের পর এই প্রথম বার সাইকেল চালালেন অভিনেতা।
View this post on Instagram
এছাড়াও এই ছবির অন্যান্য নির্মাতাদের সঙ্গে রিভার র্যাফ্টিং করতেও দেখা গিয়েছে পরাণ বাবুকে, সেই ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা দেব। স্টান্টম্যানের সাহায্য ছাড়াই এই বয়সে এমন কঠিন দৃশ্যের শ্যুট সেরেছেন পরাণ। আর তাই বারংবার দেব সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন।
আগামী ২৪ শে ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে দেব – পরাণের এই ছবি৷ টনিক’ প্রযোজনায় অতনু রায়চৌধুরী এবং প্রণব কুমার গুহ। সহযোগী প্রযোজকের ভূমিকায় রয়েছেন দেব নিজে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শকুন্তলা বড়ুয়াও।