• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্ন্যাস নিচ্ছেন পরমব্রত! জতুগৃহে নতুন অবতারে দেখা মিলবে অভিনেতার

Updated on:

পরমব্রত চট্টোপাধ্যায় Parambrata

পরমব্রত চট্টোপাধ্যায় (Porombrata Chattopaddhay) নামটা  সকলের কাছেই বেশ পরিচিত। নিজের অভিনয় শৈলী দিয়ে দর্শকের মনে বিশেষ জায়গা তৈরী করে নিয়েছেন তিনি। তার অভিনীত সিনেমা মানেই দর্শকের সামনে এক নতুন পরমব্রতকে আবিষ্কার করা। পরমব্রত অভিনীত প্রতিটি চরিত্রকেই অভিনেতা নিজের অসাধারণ অভিনয় দিয়ে জীবন্ত করে তুলতে দক্ষ। যে কোনো চ্যালেঞ্জিং অভিনয় ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে তার সাফল্যের মুকুটে অসংখ্য পালক যুক্ত হয়েছে।

সম্প্রতি অভিনেতা অভিনয়ের পাশাপাশি একজন দ্বায়িত্তবান নাগরিকের কাজ ও সম্পন্ন করে চলেছেন। নিজের উদারতা, কর্তব্য-বোধ থেকে তিনি কোভিড এর মতো এরূপ কঠিন পরিস্থিতিতে সাহায্যকারীদের সহায়তায় সাধারণ মানুষের পশে দাঁড়িয়ে কোভিড-১৯ রিলিফে কাজ করছেন। তাঁর তত্ত্বাবধানে দুটি সেফ হোম (Safe Home)  চালু করা হয়েছে এই কঠিন পরিস্থিতিতে। উত্তর ও দক্ষিণ কলকাতায় এই সেফ হোম দুটি তিনি চালু করিয়েছেন।

Parambrata Chattopadhyay,পরমব্রত,পরামব্রত চ্যাটার্জী

আবারো দর্শক মনের চঞ্চলতা বাড়িয়ে নতুন রূপে বড়ো পর্দায় ফিরছেন অভিনেতা পরমব্রত। কিছু অপেক্ষা অতিক্রমের পরেই যত শীঘ্রই সম্ভব অভিনেতার নতুন চলচ্চিত্র মুক্তি পাবে। অভিনেতার নতুন ছবির নাম জানিয়েছেন “জতুগৃহ (Jotugriho)”। অভিনেতা এই চলচ্চিত্রে নিজের বয়সের তুলনায় দ্বিগুন বয়সের চরিত্রে অভিনয় করতে চলেছেন। পরিচালক সপ্তাশ্ব বসুর (Saptaswo Basu) সাথে এবার কাজ করছেন অভিনেতা। এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, পরিচালক সপ্তাশ্ব বসু তার প্রথম ছবিতে অভিনেতাকে চেয়েছিলেন, কিন্তু অভিনেতা তখন ব্যাস্ত থাকায় তিনি তখন সেই সুযোগ পাননি। তবে এবার তিনি সেই সুযোগ হাতছাড়া করেননি। গল্পটি অভিনেতাকে আকর্ষণ করেছে এবং তিনি তার চরিত্র নিয়েও বেশ উৎসাহিত।

শুটিং এর কাজ এখনো শুরু হয় নি। আপাতত অভিনেতা মানবসেবায় নিয়োজিত হয়েছেন। তবে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তার নতুন চরিত্রের প্রস্থেটিক মেকআপ এর ট্রায়াল শুরু হবে। এই সিনেমায় অভিনেতা একজন ৬০ বছর বয়সী সন্ন্যাসীর চরিত্রে অভিনয় করতে চলেছেন। আর তিনি এটাও বলেছেন ছবিটি সুপারন্যাচারাল থ্রিলার (Super natural Thriler) এর উপর নির্মিত। এধরণের ছবি “পরী (Pori)” তে পরমব্রত অভিনয় করছেন ইতিমধ্যে। তবে বাংলায় এরম ধরণের কোনো ছবি করার ইচ্ছা অভিনেতার বরাবর ছিল। তা পূরণ করতে চলেছেন পরিচালক সপ্তাশ্ব বসু।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥