• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজের বেলা নেই, ৩টে বডিগার্ড নিয়ে নিজেদের শাহরুখ,সালমান ভাবছে! টলি তারকাদের কটাক্ষ পরমব্রতর

Published on:

Parambrata Chatterjee opens up about tollywood actors

টলিউডের হাতেগোনা যে কয়েকজন অভিনেতা-অভিনেত্রী বলিউডে নিজের কাজের মাধ্যমে জায়গা করে নিয়েছেন, তাঁদের মধ্যে একজন হলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বহু সুপারহিট প্রোজেক্টে দেখা গিয়েছে তাঁকে। তবে টলিউড (Tollywood) থেকে দূরে সরে গেলেও অভিনেতা কিন্তু ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন। সম্প্রতি এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন পরম নিজের।

একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এই বিষয়ে মুখ খুলেছেন পরম। ‘হেমলক সোসাইটি’, ‘বাইশে শ্রাবণ’ খ্যাত অভিনেতা বলেন, ‘উদ্বিগ্ন তো লাগেই, তবে মন খারাপও হয়। তবে আমি চেষ্টা করি এই মন খারাপটাকে একটা তাগিদে পরিণত করতে’।

Parambrata Chatterjee

পরমব্রত জানান, বলিউডে কাজ করলেও, এখনও তাঁর ভাবনাচিন্তা কিন্তু বাংলাতেই আসে। সঙ্গে এও জানান, টলিউডের খারাপ অবস্থা বলে তিনি কিন্তু পালাবেন না। অভিনেতা বলেন, ‘এই যে খারাপ পরিস্থিতি অনেকদিনের। হয়তো আমরা বুঝতে এখন পারছি। অন্যান্য ইন্ডাস্ট্রির ছবি এত দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি ধারেকাছেই নেই’।

এরপরই টলি নায়কদের চাকচিক্য নিয়ে তাঁদের প্রকাশ্যে একহাত নেন পরম। অভিনেতা বলেন, ‘আমার এখানকার সহকর্মীরা যে বাস্তব পরিস্থিতিটা জানেন না তা নয়। কিন্তু তাঁদের দেখনদারি দেখলে মনে হবে তাঁরা নিজেদের সাউথ ইন্ডিয়ান স্টার বা বলিউড স্টার ভাবেন। এক একজন বাঙালি অভিনেতার এখন একজন হেয়ার স্টাইলিস্ট, একজন মেক আপ আর্টিস্ট, তিনজন বাউন্সার রয়েছে’।

Parambrata Chatterjee

পরমব্রতের সংযোজন, ‘শুনতে হয়তো খুবই খারাপ লাগবে। হয়তো আমাকে অনেকে ট্রোলও করবেন। এমনকি আমার বন্ধুরাও হয়তো মনে মনে আমায় গালাগাল করবেন। কিন্তু এগুলো (প্রযোজকের ওপর) বাড়তি বোঝা হয়ে যাচ্ছে’।

‘অভিযাত্রিক’ ছবির মাধ্যমে পরিচালকের হিসেবে পথচলা শুরু করা পরম বলেন, ‘আসলে আমরা একটা বাবল তৈরি করে সেখানেই বাস করছি। আর বলে যাচ্ছি, এই তো আমি স্টার। এখন আসলে আমাদের যতটা সম্ভব কম খরচ করে দাঁতে দাঁত চেপে লড়াই করে যেতে হবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥