• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রচনার দিন শেষ! ‘Didi No 1’কে টেক্কা দিতে ‘ধন্যি মেয়ের উপাখ্যান’ নিয়ে আসছেন পরমব্রত

Published on:

Parambrata Chatterjee coming with new Reality Show Dhonnyi Meyer Upakhyan on Star Jalsha

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে টেলিভিশনের পর্দায় আসতে চলেছে নারী কেন্দ্রিক নতুন রিয়ালিটি শো। যার অন্যতম মূল আকর্ষণ হতে চলেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শ্রেণীর মহিলা ব্যবসায়ীরা। নিজেদের লড়াকু পেশার পাশাপাশি যারা হয়তো নতুন স্টার্টআপ  শুরু করেছেন তাদেরকেই এবার নতুন প্লাটফর্ম দিতে চলেছেন চলেছে স্টার জলসার এই নতুন রিয়েলিটি শো ‘ধন্যি মেয়ের উপাখ্যান’ (Dhonni Meyer Upakkhan,)।

যা নিসন্দেহে বাংলা টেলিভিশনের জগতে একেবারে নতুন কনসেপ্ট।  আগেই জানা গিয়েছিল এই শোটির সঞ্চালনার দায়িত্ব নিতে চলেছেন টলিউড অভিনেতা প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। নারী দিবসের আগেই এই শোয়ের প্রমোশনাল ভিডিও শেয়ার করে নিয়ে ছিলেন খোদ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

রিয়ালিটি শো,Reality Show,পরমব্রত চট্টোপাধ্যায়,Parambrata Chatterjee,ধন্যি মেয়ের উপাখ্যান,Dhonni Meyer Upakkhan,সম্প্রচারের সময়,Telecast Time

এরপর গতকালই চ্যানেল কর্তৃপক্ষের তরফেও শেয়ার করে নেওয়া হয়েছে এই নতুন রিয়ালিটি শোয়ের প্রমোশনাল ভিডিও।  সেখানে দেখা যাচ্ছে নিজের নিজের উদ্ভাবনী চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে কেউ হেঁশেল সামলাচ্ছে তো কেউ শরীরচর্চার মধ্যে নতুন কিছু করার স্বপ্ন দেখছে কিংবা কেউ আবার কেক বানাচ্ছে তো কেউ হাতে তৈরী সুন্দর গয়না বানাচ্ছে।

নতুন এই রিয়ালিটি  শোয়ের মূল  লক্ষ্য হল সবচেয়ে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা সহ সেরা মহিলা উদ্যোক্তা খুঁজে বের করা। জানা যাচ্ছে অডিশনে বিভিন্ন স্তরের লড়াকু মহিলারা অংশগ্রহণ করলেও  তাঁদের মধ্যে নির্বাচিত কয়েক জনই অংশগ্রহণ করার সুযোগ  পেয়েছেন মূল প্রতিযোগিতায়।

রিয়ালিটি শো,Reality Show,পরমব্রত চট্টোপাধ্যায়,Parambrata Chatterjee,ধন্যি মেয়ের উপাখ্যান,Dhonni Meyer Upakkhan,সম্প্রচারের সময়,Telecast Time

আগামীকাল অর্থাৎ ২৭ মে থেকে স্টার জলসার পর্দায় প্রতি শনি ও রবি বিকেল ৫ তা থেকে সম্প্রচারিত হবে এই রিয়ালিটি শো। জানা যাচ্ছে অভিনব এই প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তাঁর হাতে তুলে দেওয়া হবে ১০ লক্ষ টাকার ক্যাশ প্রাইজ। অনেকে এই রিয়ালিটি শোটির সাথে মিল পাচ্ছেন জনপ্রিয় ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র।

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

প্রসঙ্গত এই রিয়ালিটি শোয়ের হাত ধরে দীর্ঘ ১৫ বছর পর আবার ছোট পর্দায় কামব্যাক করছেন পরমব্রত। কিছুদিন আগেই এই শোয়ের প্রমোশনাল ভিডিও শেয়ার করে নিয়ে অভিনেতা লিখেছিলেন ‘বাংলার ঘরে ঘরে স্বপ্নপূরণের স্বদিচ্ছায় এই প্রথম ব্রিটানিয়া মারী গোল্ড নিয়ে এসেছে এক অনবদ্য টিভি শো। বাংলার মেয়েদের নতুন নতুন ভাবনার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সেরা প্রচেষ্টাগুলিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তৈরি হয়েছে ব্রিটানিয়া মারী গোল্ড মাই স্টার্ট আপ শো ধন্যি মেয়ের উপাখ্যান, যার বিস্ময়কর মঞ্চে সবার সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। আর আপনাদের জন্য আমরা সবাই থাকবো স্টার জলসায় প্রতি শনি ও রবিবার, ঠিক বিকেল ৫ টায়। সবাই দেখবেন ও কেমন লাগলো জানাবেন আমায়। অপেক্ষায় রইলাম।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥