• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পান্তা ভাতের কুণ্ডু’কে মনে আছে? ১২ বছর পর মিঠুনের সাথেই ডান্স বাংলা ডান্সে ফিরছে দীপান্বিতা

‘ডান্স বাংলা ডান্স’এর (Dance Bangla Dance) পুঁচকে ‘পান্তা ভাতের কুণ্ডু’ তথা দীপান্বিতা কুণ্ডুর (Dipanwita Kundu) কথা মনে আছে? স্বয়ং ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী দীপান্বিতার এই বিশেষ নাম দিয়েছিলেন। ২০১০-২০১১ সাল নাগাদ জি বাংলার এই জনপ্রিয় শোয়ে দেখা যেত এই খুদে শিল্পীকে। তাঁর জন্য একলাফে অনেকটা বেড়ে গিয়েছিল শোয়ের টিআরপি। রাতারাতি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিল সে।

দেখতে দেখতে মাঝে কেটে গিয়েছে ১২টি বছর। মিঠুনদার প্রিয় ‘পান্তা ভাতের কুণ্ডু’ও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। এবার প্রায় এক দশক পর ফের ‘ডান্স বাংলা ডান্স’এ ফিরছে দীপান্বিতা। মিষ্টি, গোলুমোলু এই পুঁচকে শিল্পীকে দর্শকরা এত বছর ধরে বেশ মিস করেছিলেন। অনেকেই তাঁকে ফের পর্দাতেও দেখতে চেয়েছিলেন। অবশেষে দর্শকদের সেই সাধপূরণ হতে চলেছে।

   

Dipanwita Kundu Dance Bangla Dance

দীপান্বিতাকে এখনও ‘মহাগুরু’র দেওয়া ‘পান্তা ভাতের কুণ্ডু’ নামেই দর্শকদের একটি বিরাট অংশ মনে রেখেছে। যখন সে জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসেবে গিয়েছিল তখন তাঁর বয়স ছিল মাত্র ৪ বছর। বহরমপুরের সেই পুঁচকে দীপান্বিতা অবশ্য এখন আর ছোট্টটি নেই, অনেকটাই বড় হয়ে গিয়েছে।

‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত এই খুদে শিল্পীর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে মাঝেমধ্যেই নিজের নাচের নানান ভিডিও আপলোড করে থাকেন দীপান্বিতা। সেই ভিডিওগুলির ভিউজও অনেক হয়। প্রচুর মানুষ দীপান্বিতার নাচ দেখতে ভালোবাসেন।

Dipanwita Kundu Dance Bangla Dance

মাঝখানে অবশ্য ২০২১ সাল নাগাদ দীপান্বিতার সঞ্চালনা করা শো টেলিভিশনের পর্দায় পুনঃসম্প্রচারিত হয়েছিল। সেই বছর ‘ডান্স বাংলা ডান্স’ স্টেজে উঠে ‘পান্তাভাত’ গানটির সঙ্গে তাঁকে আইকনিক স্টেপ করতেও দেখা গিয়েছিল। এতদূর পড়ার পর নিশ্চয়ই ভাবছেন, এখন হঠাৎ কেন দীপান্বিতাকে নিয়ে এত কথা হচ্ছে?

Dipanwita Kundu Dance Bangla Dance

তাহলে জানিয়ে রাখি, এই বছর ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ে ফের ফিরছে দর্শকদের প্রিয় ‘পান্তা ভাতের কুণ্ডু’ অর্থাৎ দীপান্বিতা। এই বছর যে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীও থাকছেন তাও দর্শকরা জানেন। তাই স্বাভাবিকভাবেই এত বছর পর ফের দীপান্বিতার সঙ্গে মিঠুনদাকে দেখতে পাওয়ার খবরে আনন্দ ধরে রাখতে পারছেন না দর্শকরা।