• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বাধীন দেশে দর্শকরা সিনেমা বয়কট করতেই পারে! বলিউডের ছবি বয়কট প্রসঙ্গে মত পঙ্কজ ত্রিপাঠীর

Published on:

Pankaj Tripathi opens up about ongoing boycott culture in Bollywood

বলিউডের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একে তো দক্ষিণ ভারতীয় সিনেমার রমরমা বাজারে একেবারে ল্যাজেগোবরে দশা হয়েছে হিন্দি সিনেমার। তার ওপর গোদের ওপর বিষফোঁড়া হিসেবে দেখা গিয়েছে ‘বয়কট বলিউড’ ট্রেন্ড (Boycott Bollywood trend)! সব মিলিয়ে বলিউডের অবস্থা খুবই শোচনীয়। এবার এই সবকিছু নিয়ে মুখ খুললেন নামী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)।

বর্তমানে সামাজিক মাধ্যম খুললেন চোখে পড়ছে ‘বয়কট বলিউড’ ট্রেন্ড। কিছু কিছু ছবির ক্ষেত্রে তো আবার মুক্তির আগেই বয়কটের ডাক দিচ্ছেন দর্শকরা। সেই তালিকায় আগেই নাম তুলে ফেলেছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’। এবার আবার উঠেছে রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ বয়কটের ডাক।

Raksha Bandhan and Laal Singh Chaddha

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় পঙ্কজকে চলতে থাকা ‘বয়কট সংস্কৃতি’ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যে প্রশ্নের জবাবে একেবারে সোজাসাপ্টাভাবে নিজের বক্তব্য রেখেছেন ‘মির্জাপুর’, ‘লুডো’, ‘ক্রিমিনাল জাস্টিস’ খ্যাত অভিনেতা।

‘বয়কট সংস্কৃতি’ প্রসঙ্গে পঙ্কজ বলেন, ‘গণতন্ত্রে প্রত্যেকের কাছে নিজের বক্তব্য রাখার অধিকার রয়েছে। তবে এটাও মনে রাখতে হবে, এই সিনেমা কিন্তু সরকারের আয়ের অনেক বড় একটা উৎস। সমাজের কল্যাণের জন্য এই অর্থ ব্যবহৃত হয়। তবে সহমত থাকুক বা না থাকুক, এটা প্রত্যেক ব্যক্তির অধিকার’।

Pankaj Tripathi

সামাজিক মাধ্যমে চলতে থাকা এই ‘বয়কট সংস্কৃতি’ নিয়ে বলিউডের তারকারা বেশ চিন্তায় পড়েছেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছে যে, দর্শকদের কাছে তারকারা তাঁদের সিনেমা দেখতে যাওয়ার অনুরোধ করলেও কিছু কাজ দিচ্ছে না। করিনা কাপুর খান যেমন, ‘লাল সিং চাড্ডা’ বয়কট না করার অনুরোধ করেছিলেন। কিন্তু বাস্তবে তা কিছুই কাজে আসেনি। দর্শকরা সেই ছবির দিক থেকে মুখ ফিরিয়েই রেখেছেন। পাশাপাশি বেশ কিছু রাজ্যে এই ছবির বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে।

‘লাল সিং চাড্ডা’র নায়িকা করিনা দর্শকদের কাছে অনুরোধ করে বলেছিলেন, ‘তাঁদের (দর্শকদের) এই ছবিটি বয়কট করা উচিত নয়। এটা খুব সুন্দর একটি সিনেমা। আমি চাই দর্শকরা আমায় এবং আমিরকে বড়পর্দায় গিয়ে দেখুক। আমরা তিন বছর ধরে অপেক্ষা করেছি। তাই প্লিজ এই সিনেমা বয়কট করবেন না। এই ছবিটি বয়কট করলে একটি ভালো সিনেমা বয়কট করা হবে। আড়াই বছর ধরে ২৫০ মানুষ এই ছবির পিছনে কাজ করেছেন’। যদিও অভিনেত্রীর বয়কট না করার আর্জি দর্শকরা শোনেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥