• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারেগামাপা-এর খুদে প্রতিযোগীদের জন্য খারাপ খবর! বড় সিদ্ধান্ত নিলেন পন্ডিত অজয় চক্রবর্তী

Published on:

সারেগামাপা,Saregamapa,শিশু প্রতিযোগী,Child Perticipents,পন্ডিত অজয় চক্রবর্তী,Pandit Ajay Chakraborty,বড়সড় ঘোষণা,Big Announcement

সারা সপ্তাহজুড়ে চলতে থাকা সিরিয়ালের এক ঘেয়েমি কাটাতে কিন্তু রিয়ালিটি শোয়ের জুড়ি মেলা ভার। তাই দর্শকদের মনোরঞ্জন করতে গানের বিকল্প আর কিইই বা হতে পারে! আসলে গানই পারে নিমেষের মধ্যে মন ভালো করে দিতে। তাই আট থেকে আশি গান শুনতে ভালবাসেন সকলেই। আর আমাদের বাংলা মানেই শিল্প সংস্কৃতির পীঠস্থান। যার একটা বড় অংশ জুড়েই রয়েছে গান। তাই গান নিয়ে নিরন্তর চর্চাই বাংলাকে বহুবার পৌঁছে দিয়েছে বিশ্বের দরবারে।

প্রসঙ্গত গান নিয়ে বাঙালির সাধনা কিন্তু আজকের নয়। দশকের পর দশক ধরে বাংলার ঘরে ঘরে গানের চর্চার সেই ধারা রয়েছে অব্যাহত। আর নতুন নতুন গানের সেই প্রতিভাকে খুঁজে এনে সকলের সামনে তুলে ধরতেই আজকাল বিনোদন মূলক চ্যানেল গুলির তরফে আয়োজন করা হয় একাধিক মিউজিক রিয়ালিটি শোয়ের।

সারেগামাপা,Saregamapa,শিশু প্রতিযোগী,Child Perticipents,পন্ডিত অজয় চক্রবর্তী,Pandit Ajay Chakraborty,বড়সড় ঘোষণা,Big Announcement

বাংলার এমনই এক জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো হল সারেগামাপা (Saregamapa)। গতবছরের মতো চলতি বছরেও এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউড অভিনেতা তথা সঞ্চালক আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। বিচারকের আসনে রয়েছেন শ্রীকান্ত আচার্য,শান্তনু মৈত্র, ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য ,রাঘব চট্টোপাধ্যায় প্রমুখ।

সারেগামাপা,Saregamapa,শিশু প্রতিযোগী,Child Perticipents,পন্ডিত অজয় চক্রবর্তী,Pandit Ajay Chakraborty,বড়সড় ঘোষণা,Big Announcement

তবে এবারের সারেগামাপা-তে সকলের নজর কেড়েছেন পন্ডিত অজয় চক্রবর্তী (Pandit Ajay Chakraborty)। এবারের সারেগামাপা-এর মঞ্চে বোর্ডের সাথেই গান গেয়ে তাকে লাগিয়ে দিয়েছেন একঝাঁক খুদে শিল্পী। গত সপ্তাহেই শেষ হয়েছে  শোয়ের অডিশন রাউন্ড। আর এই রাউন্ডের শেষেই বড়সড় ঘোষণা (Big Announcement) করে পন্ডিত অজয় চক্রবর্তী জানান, এখনই শিশুদের বড় হয়ে ওঠায় যাতে কোনো রকম প্রভাব না পড়ে তাই এখনই তাদের এই প্রতিযোগিতার অংশ করার সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা।

সারেগামাপা,Saregamapa,শিশু প্রতিযোগী,Child Perticipents,পন্ডিত অজয় চক্রবর্তী,Pandit Ajay Chakraborty,বড়সড় ঘোষণা,Big Announcement

তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র গুরুজি  কিংবা বিচারকদের একার নন সেই সাথে তাঁদের এই সিন্ধান্তে সহমত পোষণ করেন সমস্ত শিশু প্রতিযোগীদের (Child Perticipents) বাবা মায়েরাও। তাই এই অনুষ্ঠনের বিনিন্ন এসে গান গেয়ে গুরুজীর কাছে তালিম নেওয়ার সুযোগ পেলেও এখনই পড়াশোনার ক্ষতি করে বাচ্চা দেড় এই প্রতিযোগিতার দৌড়ে সামিল করা হচ্ছে না। যদিও এই সিদ্ধান্তের জেরে সোশ্যাল মিডিয়ায় দুভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥