• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবলু-বাচ্চু-বিচ্চুদের অনাথ করে প্রয়াত ‘পাণ্ডব গোয়েন্দা’ স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

সপ্তাহের শেষ লগ্নে হটাৎই দুঃসংবাদ। প্রয়াত ছোটবেলার স্মৃতিমধুর গল্পকাহিনী ‘পাণ্ডব গোয়েন্দা’র (Pandav Goyenda) স্রষ্টা তথা প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় (Sasthipada Chattopadhyaay)। আজ শুক্রবার সকাল ১১ টা বেজে ১০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করলেন সাহিত্যিক। খবর পেয়েই শোকাহত সাহিত্যানুরাগী থেকে গোটা সাহিত্য জগৎ।

যেমনটা জানা যাচ্ছে, স্ট্রোক হওয়ার কারণেই মৃত্যু হয়েছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যাযয়ের। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। এদিন তাঁর পরিবারের তরফ থেকেই জানা যায়, একবার নয় তিনবার স্ট্রোক হয়েছিল। গতবছরের শেষ দিক থেকেই অসুস্থ ছিলেন, চলছিল চিকিৎসা।

   

Sasthipada Chattopadhyay Passes awat

এর আগেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে আগে সুস্থ হয়ে বা এরই ফিরলেও এবারে আর বাড়ি ফেরা হল না তাঁর। গত বৃহস্পতিবারেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর শুক্রবার সকালেই সব শেষ। ছোটদের শৈশবের জন্য ‘পাণ্ডব গোয়েন্দা’ রেখে পরলোকে পারি দিলেন সাহিত্যিক। আজ অর্থাৎ শুক্রবারেই হাওড়ার শিবপুর বার্নিং ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে জানা যাচ্ছে।

Sasthipada Chattopadhyay

সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের জন্ম হাওড়াতেই, সেখানেই বেড়ে ওঠা। অ্যাডভেঞ্চার প্রেমী ছিলেন ছোটদের মতোই। নিজের লেখনী দিয়ে বাবলু, বাচ্চু, বিচ্চু, বিলু, ভোম্বল এর মত চরিত্রদের অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। ৯০ এর দশকের ছোটদের প্রত্যেকেই এই কাহিনী শুনে ও দেখে বড় হয়েছে।

২০০৭ সালে সাহিত্যে অবদানের জন্য রাজ্য সরকারের তরফে বাংলা আকাদেমি সম্মানে সম্মানিত করা হয় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে। তবে ইহজগত থেকে বিদায় নিলেও তাঁর তৈরী সৃষ্টির মধ্যে দিয়ে চিরকাল অমর অক্ষয় রয়ে যাবেন সাহিত্যিক কোটি কোটি পাঠকের হৃদয়ে।