আজও মানুষের মণিকোঠায় সযত্নে তুলে রাখা আছে TVF এর পঞ্চায়েত (Panchayet) সিজনটি। সারল্যে ভরা গ্রাম্য জীবনের ওমন সুন্দর চিত্র, শহুরে মেধাবী ছেলের সেই খানে গিয়ে মানিয়ে নেওয়া, তার সংগ্রাম এসবই দর্শকদের চোখে লেগে রয়েছে। দীর্ঘ কয়েক বছর সারা ভারতবাসী অপেক্ষারত ছিলেন সিরিজটির দ্বিতীয় সিজনের জন্য৷ অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে পঞ্চায়েত ২ (Panchayet 2)।
সিরিজ মুক্তির নির্ধারিত দিন ছিল ২০ শে মে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুক্তির দিনের আগেই টেলিগ্রাম এবং অন্যান্য পাইরেটেড ওয়েব সাইটে ফাঁস হয়ে যায়। তাই তরিঘরি নির্ধারিত দিনের দুই দিন আগেই মুক্তি পায় পঞ্চায়েত ২। অপেক্ষা যেন সার্থক। প্রথম সিজনের মতই এই সিজন দর্শকদের মনে দাগ কেটেছে। বরাবরের মতোই পঞ্চায়েত সচীব জির ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার ওরফে জিতু ভাইয়া।
তুখোড় মেধাবী এই ছেলে চাকরি সূত্রে ধ্যাড়ধ্যাড়ে গোবিন্দপুরে পোস্টিং, সেখানেই তার জীবন যাত্রা নিয়ে সিরিজের গল্প এগিয়েছে। জিতুর সাথে সিরিজে যোগ্য সংগত দিয়েছেন ফয়সাল মালিক, নিনা গুপ্তা এবং রঘুবীর যাদবের মত অভিনেতারা। পর্দায় জিতু ওরফে সচীবজির মাইনে মাত্র ২০ হাজার কিন্তু আজ এই প্রতিবেদনে জানাব, বাস্তবে তার উপার্জন এবং সম্পত্তির পরিমাণ ঠিক কতটা।
আইআইটি খরগপুরের ছাত্র জিতেন্দ্র, পড়াশোনা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে৷ কিন্তু এই সব ইঁট কাঠ পাথর ঘাঁটতে তার বিশেষ ভালো লাগত না, বরং তার সাধ ছিল অভিনেতা হওয়ার৷ একটি সাক্ষাৎকারে জিতু জানান, “আমি একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম। কিন্তু আমি ভালো র্যাঙ্ক পাইনি, তাই আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পেয়েছিলাম। সেখানেই আমি পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলি। আপনি যদি আপনার ইঞ্জিনিয়ারিং এর পড়া ভালো না বাসেন তবে ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না”
প্রথমে টুকটাক অভিনয় পেলেও পরবর্তীতে TVF এর হাত ধরেই কোটা ফ্যাক্টরি জিতুকে অন্য জনপ্রিয়তা এনে দেয়৷ পরবর্তীকালে বলিউডে কাজ করেন জিতেন্দ্র। সুপারস্টার আয়ুষ্মান খুরানার বিপরীতে শুভ মঙ্গল জ্যাদা সাবধান(Subh Mangal Zyada Sabdhan) ছবিতে অভিনয় করেন তিনি। এখনও সুপারস্টার হয়ে উঠতে পারেননি তিনি।
এত গুলো ছবি সিরিজে অভিনয় করে বর্তমানে তার সম্পত্তির পরিমাণ মাত্র ৭ কোটি টাকা। শোনা যায় প্রায় প্রত্যেকটি ওয়েব সিরিজের জন্য জিতেন্দ্র ৫০,০০০ টাকা দাবি করেন, পঞ্চায়েতের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হলো না। পঞ্চায়েত সিজন ২তে মোট ৮ টি এপিসোড রয়েছে, যার জেরে সেখান থেকে জিতেন্দ্রর মোট আয় ৪ লক্ষ টাকা।