বাস্তব জীবন থেকে উঠে আসা চরিত্ররাই যখন সিনেমা কিংবা ওয়েব সিরিজের মতো বিনোদন মাধ্যমগুলিতে স্থান পায় তখন তা পর্দায় আরও বেশী জীবন্ত হয়ে ওঠে। এই কারণেই ইদানীং মুক্তির পর থেকেই দর্শকদের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত সিজন ২ (Panchayat Season 2)। পঞ্চায়েত সিজন ১ দর্শকদের মনে যে আশা জাগিয়েছিল সিজন ২ নতুন করে সেই আশাকে দ্বিগুণ করে তুলেছে।
প্রসঙ্গত পঞ্চায়েত সিজন ১ মুক্তির ২ বছর পর সিজন ২ মুক্তি পেলেও,দর্শকমহলে কিন্তু এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা কমেনি এক ফোঁটা। শুরু থেকেই দর্শকদের বিপুল প্রশংসা পেয়ে আসছে জনপ্রিয় এই ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজের মূল সম্পদ হয়ে থাকবে সারল্যে ভরা ফুলেরা গ্রাম। তাই সরলতাই এই ওয়েব সিরিজের মূল ইউ এস পি। পঞ্চায়েত সিজন ২-এর প্রতিটি পর্ব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার পর এবার পঞ্চায়েত সিজন ৩ মুক্তির অপেক্ষায় কার্যত হাপিত্যেশ করে অপেক্ষা করছেন দর্শক।
এরই মধ্যে যারা পঞ্চায়েতের দুটো সিজনই দেখে ফেলেছেন তারা সকলেই স্বীকার করবেন প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজন দেখতে বসলেও চোখ ফেরানো যাবে না একমুহূর্তও। আর দায়ীত্ব নিয়েই এই কাজটি করে গিয়েছেন পঞ্চায়েতের প্রধান জি, উপপ্রধান জি, সচীব জি, বিকাশ, মঞ্জু দেবী, রিঙ্কি, সহ আরও একাধিক চরিত্র। যার জন্য আশ্রয় নিতে হয়েছে না কোনও অশ্রাব্য গালিগালাজ, অশ্লীল দৃশ্য কিংবা গুন্ডাগিরি।
আর এখানেই হাজারটা ওয়েবসিরিজের ভীড়েও ভীষণ ভাবে সব্বার মন ছুঁয়েছে পরিচালক দীপককুমার মিশ্রের এই কমেডি-ড্রামা ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ফুলেরা গ্রামের উপপ্রধান প্রহ্লাদ পান্ডে। অর্থাৎ আমাদের সকলের প্রিয় ‘প্রহ্লাদ চা’ (Prahlad Cha)। এই চরিত্রে অভিনয় করে হাসাতে হাসাতে মুহুর্তের মধ্যে দর্শকদের কাঁদিয়ে দিয়েছেন অভিনেতা ফয়জল মালিক (Faisal Malik) ।
বলতে গেলে বিনা বাক্য ব্যায়ে ওয়েব সিরিজের শেষ ২০ মিনিট সব্বাইকে কাঁদিয়ে ছেড়েছেন এই অভিনেতা। চিনিয়ে দিয়েছেন নিজের অভিনয় দক্ষতা। ছেলে অন্ত প্রাণ প্রহ্লাদ চা ছেলে বাড়ির থাকলে মদ ছুঁয়ে দেখেন। সেই ছেলে আর্মি অফিসার। একদিন এমনই এক মদের আসরে সবচেয়ে অপ্রত্যাশিত ভাবে আসে ছেলের মৃত্যু সংবাদ। যার ফলে মুহুর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে গোটা ফুলেরা গ্রামে। ‘মর্দ কো দর্দ নেহি হোতা’ স্টিরিওটাইপের ওপর সজোরে আঘাত হেনে,শেষ সিনে প্রহ্লাদ জির বুকফাটা কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারেননি দর্শক।