বিনোদনভিডিওসিরিয়াল

শত্রুতা উধাও! নেটপাড়ায় ভাইরাল পঞ্চমী ও কালনাগিনীর কোমর দুলিয়ে নাচের ভিডিও

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali serial) হল ‘পঞ্চমী’ (Panchami)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজদীপ গুপ্ত এবং সুস্মিতা দে (Susmita Dey)। খলচরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীকে (Shinjinee Chakraborty)। অল্প সময়ের মধ্যেই ‘পঞ্চমী’ ধারাবাহিকটি স্থান করে নিয়েছে দর্শকমনে। টিআরপি তালিকাতেও ধারাবাহিকটির ফলাফল বেশ ভালো।

স্টার জলসায় সম্প্রচারিত ‘পঞ্চমী’ ধারাবাহিকটি যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, সিরিয়ালের নায়িকা একজন ইচ্ছাধারী  নাগিন। যদিও সে নিজের এই পরিচয় সম্বন্ধে আগে অবগত ছিল না। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে একথা জানতে পারে সে। এদিকে কালনাগিনী হল পঞ্চমীর সবচেয়ে বড় শত্রু। খুব বেশিদিন হয়নি কালনাগিনীর বেশে সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন শিঞ্জিনী।

Shinjinee Chakraborty

‘পঞ্চমী’ ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, পঞ্চমী এবং কালনাগিনী একে অপরের শত্রু। যদিও বাস্তবে কিন্তু সুস্মিতা এবং শিঞ্জিনী বেশ ভালো বন্ধু। সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই সেকথা বেশ বোঝা যায়। সম্প্রতি এই দুই অভিনেত্রীই যেমন, শ্যুটিংয়ের ফাঁকে একসঙ্গে নাচের একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টগ্রামে রিল ভিডিও বানানো এখন অত্যন্ত ট্রেন্ডিং একটি বিষয়। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা- রিল বানাতে দেখা যায় প্রত্যেককেই। সম্প্রতি তামিল ছবি ‘এনিমি’র গান ‘টাম টাম’এ রিল বানান সুস্মিতা এবং শিঞ্জিনী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

Susmita Dey and Shinjinee Chakraborty, Panchami and Kalnagini

সুস্মিতার শেয়ার করা সেই ভিডিওয় হলুদ রঙের শাড়ি পরে দেখা যাচ্ছে শিঞ্জিনীকে। অপরদিকে পর্দার পঞ্চমীর পরনে রয়েছে লাল রঙের ছাপার শাড়ি। শ্যুটিংয়ের মাঝখানে একটু সময় পেতেই ‘টাম টাম’এ ভিডিও বানিয়ে ফেলেন দু’জনে। পর্দার শত্রুদের বাস্তবে এমন বন্ধুত্ব দেখে নেটিজেনদেরও বেশ ভালোলেগেছে।


অপরদিকে ‘পঞ্চমী’ ধারাবাহিকের নিরিখে বলা হলে, অতিপ্রাকৃত কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল। কূটকচালি-পরকীয়ার ভিড়ে নাগ-নাগিনীদের গল্প দেখতে দর্শকদের বেশ ভালোলাগছে। দিন দিন বাড়ছে ‘পঞ্চমী’র জনপ্রিয়তা। আর বলাই বাহুল্য, কালনাগিনীর এন্ট্রি হওয়ার পর থেকে তো ধারাবাহিক আরও জমে উঠেছে।

Back to top button