এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল স্টার জলসার (Star Jalsha) ‘পঞ্চমী’ (Panchami)। সুস্মিতা দে (Susmita Dey), রাজদীপ্ত গুপ্ত, শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty) অভিনীত এই ধারাবাহিকটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। শুরু হয়েছে খুব বেশিদিন না হলেও ইতিমধ্যেই দর্শকদের মনে বিশেষ স্থান অর্জন করে নিয়েছে পঞ্চমী, কিঞ্জল, কালনাগিনী সহ সম্পূর্ণ টিম।
তবে পর্দার জীবন এবং বাস্তব জীবনে অনেক তফাৎ থাকে। লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরেও অভিনেতা-অভিনেত্রীদের একটি জীবন থাকে। পর্দায় কেউ শত্রু হয়েছেন মানে বাস্তব জীবনেও তিনি শত্রুই হবেন এমনটাই মোটেই হয় না। বরং বেশিরভাগ সময়েই দেখা যায়, ধারাবাহিকে সাপে-নেউলে সম্পর্ক হলেও বাস্তবে সম্পর্ক খুবই ভালো।
‘পঞ্চমী’ ধারাবাহিকের পঞ্চমী এবং কালনাগিনীর সম্পর্কটাও এমনই। ধারাবাহিকে শত্রু হিসেবে দেখা যাচ্ছে সুস্মিতা (পঞ্চমী) এবং শিঞ্জিনীকে (কালনাগিনী)। এই দু’জনের লড়াইয়ের বিষয়ে দর্শকরাও ওয়াকিবহাল। তবে অনেকেই হয়তো জানেন না, পর্দায় যতই লড়াই করুক না কেন বাস্তব জীবনে কিন্তু বেশ ভালো বন্ধু সুস্মিতা এবং শিঞ্জিনী।
‘পঞ্চমী’ ধারাবাহিকের এই দুই অভিনেত্রীই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। মাঝেমধ্যেই নানান ছবি, রিলস আপলোড করে থাকেন সুস্মিতা এবং শিঞ্জিনী। আর সেখানেই থাকে চমক। কারণ পর্দার এই দুই শত্রুকে প্রায়ই একসঙ্গে রিল ভিডিওয় নাচতে দেখা যায়। সেখানে প্রতিফলিত হয় দুই অভিনেত্রীর জমাটি বন্ধুত্ব।
ঘোরাফেরা থেকে খাওয়াদাওয়া- জীবনের প্রায় প্রত্যেকটি মুহূর্তের আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সুস্মিতা এবং শিঞ্জিনী। আর প্রায়ই একে অপরের ভিডিওয় ধরা দেন তাঁরা। সম্প্রতি যেমন দোলের কয়েকদিন আগে গালে রং মেখে ছবি শেয়ার করেছিলেন পর্দার পঞ্চমী এবং কালনাগিনী। এসব দেখেই বেশ বোঝা যায় পর্দায় সতীন হলেও বাস্তবে কিন্তু সুস্মিতা এবং শিঞ্জিনীর সম্পর্ক দারুণ।
প্রসঙ্গত উল্লেখ্য, সুস্মিতা-শিঞ্জিনী অভিনীত ‘পঞ্চমী’ ধারাবাহিকে এখন টানটান উত্তেজনার পর্ব চলছে। একদিকে কিঞ্জলের সঙ্গে সাত পাক ঘুরেছে কালনাগিনী। অপরদিকে ফের একবার অজান্তেই লাল ওষুধের মাধ্যমে পঞ্চমীর সিঁথি রাঙিয়ে দিয়েছে কিঞ্জল। এবার দেখা যাক, কালনাগিনীকে সরিয়ে স্ত্রী হওয়ার অধিকার কীভাবে আদায় করে পঞ্চমী।